ভারতীয় মার্কেটে অ্যাপেলের আইফোন SE 2020 ফোন খুব শীঘ্রই বিক্রি শুরু হবে। একটি টিজার ইমেজসহ এই ফোনটি প্রথম দেখা গেল ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্টে।
এই ফোনটি কেবল এই ই-কমার্স প্লাটফর্মতেই সেল হবে।
ওই ইমেজে লেখা আছে যে অ্যাপেল আইফোন SE 2020 “কামিং সুন” এন্ড “নোটিফাই মি”।
অ্যাপেল এই সম্বন্ধে আগেই বিস্তারিত জানিয়েছিল যে এই ফোনের দাম কেমন হবে।
এখন কেবল ফ্লিপকার্ট গ্রীন এবং অরেঞ্জ জোনে তাদের পণ্যগুলি ডেলিভারি করছে।
একনজরে দেখে নেওয়া যাক এই অ্যাপেল আইফোন SE 2020 ফিচারস !
আইপিএস টেকনোলজি-4.7-ইঞ্চি (ডাইগোনাল) উইডস্ক্রিন এলসিডি ডিসপ্লে(750×1334 pixels)। হ্যাপ্টিক টাচ সপোর্ট করবে।
এটি অ্যাপল A 13 বায়োনিক চিপ দ্বারা চালিত।
আরও জানুন : অ্যাপেল ওয়াচ সিরিজ 6 এ আসতে চলেছে অবাক করা আপডেট ! আপনার মানসিক স্বাস্থ্যও এবার পর্যবেক্ষণে থাকবে !
LED ট্রু টোন ফ্ল্যাশসহ 12 মেগাপিক্সেল সিংগেল ব্যাক ক্যামেরা (f/1.8 aperture + OIS)। 60fps 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
7মেগাপিক্সেল সেলফি ক্যামেরা(f/2.2)।
কানেটটিভি VoLTE, Wi-Fi 802.11ax, NFC, Bluetooth v5.0, GPS/ A-GPS, এবং Lightning port।
দাম হবে 42,500 টাকা।