হিপ হপের জন্মের 44 তম বার্ষিকী উদযাপন ! গুগল ডুডল পপুলার গেম সিরিজের আজকের ডুডল !

আজ বৃহস্পতিবার, গুগল আবারও 2017 এর একটি পপুলার ডুডল কে ফিরিয়ে এনেছে।

আজকের ডুডল হলো হিপ হপের জন্মের 44 তম বার্ষিকী উদযাপন !

11 ই আগস্ট, 1973-এ, কুল হার্ক নামে এক ডিজে তার স্কুলের পার্টিতে টার্নটেবল ইউস করে মিউজিকের যে পরিবর্তন এনেছিল তা স্মরণ করতেই এই ডুডল।

টার্নটেবল ব্যবহার করে তিনি ইন্সট্রুমেন্টাল ব্রেককে এক্সটেন্ড করেছিলেন যা সকল মানুষকে দীর্ঘক্ষণ নাচার আনন্দ দিয়েছিল।

এই ড্যান্সকে মূলত ব্রেকড্যান্স বলা হয়।

তারপর ওই সেরিমনি এর মাস্টার টার্নটেবিলের মিউজিকের সাথে কিছু ছন্দ যোগ করেছিলেন ।

এর পরে হিপ হপ কালচার মিউজিক,আর্ট,ফ্যাশনের একটা বড় অংশ দখল করে নেয়।

আজকের গুগল ডুডল গেমটি কিভাবে খেলবেন ?

এই গেমে থাকবে দুটি টার্নটেবিল। ওই টার্নটেবিলগুলি ইউস করে ইন্সট্রুমেন্টাল ব্রেককে এক্সটেন্ড করতে পারবেন।

আরও জানুন : শাওমির অভিনব উদ্যোগ ! লকডাউনে ঘরে বসেই কিনুন স্মার্টফোন ও আরও অনেক জিনিস মি কমার্স এর সাহায্যে!

গুগলের সরবরাহিত কিছু বিটসহ হিপহপ ইতিহাসের কয়েকটি আইকনিক ট্র্যাক এবং ব্রেকগুলি থেকে আপনি তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো মিউজিক।

আপনি পছন্দমতো ট্রাক চেঞ্জ করতে পারবেন।

আপনার ওই মিউজিক কোন বিখ্যাত ডিজের মতো হয়েছে সেটা আপনাকে জানিয়ে দেবে গুগল।