তথ্য ফাঁস হল 10 লক্ষ মানুষের ! বিতর্কের কেন্দ্রবিন্দুতে রিলায়েন্স জিও ।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের প্রায় সমস্ত টেক কোম্পানিগুলো নানান রকম ভাবে তাদের সাধ্যমত এগিয়ে এসেছে । 

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রিলায়েন্স জিও অগ্রণী ভূমিকা নিয়েছিল। 

তারা বিশেষত একটি সিম্পটমস চেকার লঞ্চ করেছিল।

যার সাহায্যে আপনি আপনার এমনকি আপনার পরিবারের ও সদস্যদের সম্পর্কে কিছু তথ্য দিয়ে জেনে নিতে পারতেন তিনি করোনা তে আক্রান্ত কিনা ।

বিশেষত এর মধ্যে কিছু প্রশ্ন করা হতো এবং সেগুলো সঠিক উত্তর দিলেই তবেই জানতে পারা যেত এ বিষয়ে।

আরও জানুন : করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এবার এগিয়ে এলো টিকটক ! নিয়ে এলো দারুন একটি ফিচার !

এবার বেরিয়ে এলো এক ভয়ঙ্কর খবর । সিকিউরিটি রিসার্চার অনুরাগ সেন এর তথ্য অনুযায়ী 

রিলায়েন্স জিওর সিম্পটমস চেকার অ্যাপ্লিকেশনে মেজর সিকিউরিটি ল্যাপ্স রয়েছে। যার সাহায্যে যেকোনো কেউ তাদের ডাটাবেসে গিয়ে, কোনরকম পাসওয়ার্ড ছাড়াই যারা এই ফিচারটি ব্যবহার করেছেন তাদের যাবতীয় তথ্য দেখতে পারতেন।

এমনকি আপনার নাম, আপনি যে যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো, তারই সাথে আপনি কোন জায়গায় আছেন সমস্ত কিছু হয়ে গেছে লিক। 

রিলায়েন্স জিও এ বিষয়ে কি বক্তব্য ? 

এই বিষয়ে খবর বেড়িয়ে পড়তেই রিলায়েন্স জিও সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়।  আর আপাতত এই রিলায়েন্স জিও সিম্পটমস চেকার অফলাইন রয়েছে ।

আশা করে যাচ্ছে যাবতীয় সমস্যার সমাধান করে রিলায়েন্স জিও সিম্পটমস চেকার আবার নিয়ে আসা হবে সবার ব্যবহারের জন্য ।

তবে রিলায়েন্স এর মত একটা নামকরা প্লাটফর্মে এই মেজর সিকিউরিটি ল্যাপ্স কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সাধারন জনগনের ।