মি ব্রাউসার ইনকগনিটো মোডেও ইউজারদের পার্সোনাল ডেটা চুরি করছে ! শাওমি কি জানালো ?

ফোর্বস এর সিকুরিটি রিসার্চার, Gabriel Cling দাবি করেছিলেন যে শাওমি ইউজারদের পার্সোনাল তথ্য রেকর্ড করছে।

এই অভিযোগকে নাকচ করে শাওমির ম্যানেজিং ডিরেক্টর মনু জেন একটি বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

কি বলা হলো ওই স্টেটমেন্টে ?

তিনি বলেছেন যে বিশ্বব্যাপী মার্কেটের একটা বড় অংশ দখল করে আছে শাওমি, শাওমি কখনোই ইউজারদের পার্সোনাল ডেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনা।

তিনি আরো বলেন, শাওমি ইউজারদের পারমিশন ছাড়া কখনো তাদের ডেটা কালেক্ট করেনা।

ভারতীয় ইউজারদের মি ব্রাউসার আর মি ক্লাউডের সমগ্র তথ্য লোকাল এ.ডব্লিউ.এস সার্ভারে জমা থাকে।

শাওমি সর্বক্ষণ চেষ্টা করে চলেছে ইউজারদের কিভাবে সেরা পারফরম্যান্স দেওয়া যায়। সর্বক্ষণ ইউজারদের ডেটার প্রাইভেসি বজায় রাখা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি।

হ্যাঁ, কিছু তথ্য সংগ্রহ তো করা হয় তবে তা ইউজারদের পারমিশন নিয়ে এবং তাদের উন্নততর পরিসেবা দেবার লক্ষেই।

ওই সকল তথ্য বিশ্লেষণ করে ইউজারদের এক্সপেরিয়েন্স জানা হয় কিন্তু ওই তথ্য অন্য সার্ভারের সঙ্গে কোনো লিংক করা হয়না।

আমাদের বিদেশী পরিষেবা এবং ব্যবহারকারীদের সমস্ত তথ্য বিদেশের বিভিন্ন মার্কেটে লোকাল সার্ভারে সঞ্চিত থাকে।

সেখানে স্থানীয় ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষা আইন এবং বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়।