এবার ফেসবুক নিয়ে এলো গেমিং অ্যাপ ! নাম ফেসবুক গেমিং । রয়েছে দারুণ সব ফিচারস।

মাত্র কিছুদিন আগেই কাপলদের জন্য নতুন একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করে সবাইকে চমকে দিয়েছিল ফেসবুক ।

এবার আরও একটি নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করল এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট । 

আর এবার তাদের টার্গেট গেম স্ট্রিমিং প্লাটফর্ম গুলি !

লকডাউন এর জন্য সাংঘাতিক রকমভাবে জনপ্রিয়তা বেড়ে গেছে গেমিং ইন্ডাস্ট্রির । আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে গেম স্ট্রিমিং এর পরিমাণও।

এই নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক সেই বাজার টিকেই ধরতে চাইছে । আর এগিয়ে যেতে চাইছে আমাজনের টুইচ গেম স্ট্রিমিং প্লাটফর্মের থেকে। 

এই অ্যাপ্লিকেশনের নাম ফেসবুক গেমিং । এই অ্যাপের সাহায্যে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে অন্যান্য গেমারদের । 

এছাড়াও আপনি যদি তাদের সাথে গেমে পার্টিসিপেট করতে চান সেটাও খুব সহজেই করা যাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে ।

আরও জানুন : এবার হোয়াটসঅ্যাপ এ আরও বেশি জনের সাথে করতে পারবেন গ্রুপ কল । জেনে নিন কীভাবে !

এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েডের জন্য ফেসবুক গেমিং অ্যাপ্লিকেশনটি লঞ্চ করা হয়েছে। 

আর পর্যন্ত শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্লাটফর্মেই এর ডাউনলোড সংখ্যা ছাড়িয়েছে 50 লক্ষেরও বেশি ।

আইওএস এর জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপের কাজ চলছে

ফেসবুক গেমিং অ্যাপ্লিকেশন টিকে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

তারপর আপনার ফেসবুক একাউন্টের মাধ্যমে আপনি সাইন আপ করে নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন অ্যাপ্লিকেশনের ফিচার গুলিকে।