লঞ্চ হওয়ার কথা ছিল 26 মার্চ। কিন্তু পরিস্থিতির জন্য ক্রমাগত পিছিয়েই চলেছে রিয়েলমির নতুন স্মার্টফোনের লঞ্চ ।
হ্যাঁ আমরা রিয়েলমি নারজো সিরিজের স্মার্টফোনের কথাই বলছি ।
প্রথমে ঠিক করা হয়েছিল রিয়েলমি নারজো সিরিজের দুই স্মার্টফোন নারজো 10 (Realme Narzo) ও নারজো 10A( Realme Narzo 10A) লঞ্চ হবে 26 মার্চ ।
ঠিক হয়েছিল সমস্ত নিয়ম মেনে অনলাইন ইভেন্টের মাধ্যমেই হবে লঞ্চ।
কিন্তু লকদাউনের জন্য সেটাকে এক্সটেন্ড করে করা হয় আজকে, অর্থাৎ একুশে এপ্রিল ।
আর আজকেও এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কথা ছিল অনলাইন ইভেন্ট এর মাধ্যমে।
কিন্তু তারপরও পুনরায় ইন্ডিয়ান গভর্নমেন্ট ই-কমার্সের ওপর বিধি-নিষেধ আরোপ করে ।
আর যার জন্য রিয়েলমি নারজো সিরিজের স্মার্টফোনের লঞ্চ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ।
আরও জানুন : পরের মাসেই আসছে নতুন এয়ারপড ?
এ বিষয়ে বিস্তারিত ভাবে জানান মাধব সেট টুইট করেন ।
দেখুন তার টুইট !
এই বিষয়ে রিয়েলমিও টুইট করে জানায় ।
অবশ্যই এটার জন্য রিয়েলমি ইউজাররা হতাশ ।
আমরা অপেক্ষায় থাকবো এই সিরিজের স্মার্টফোনগুলোর জন্য।