5000mAh ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সহ শীঘ্রই আসতে চলেছে VIVO Y53s স্মার্টফোনটি, দেখেনিন এর এক্সপেক্টেড স্পেসিফিকেশন্স, লঞ্চডেট ও দাম

VIVO Y53s ShresthoTech

VIVO Y53s স্মার্টফোনটি ভিয়েতনামে লঞ্চ হয়ে গিয়েছে। এবার এই স্মার্টফোন কে ভারতেও লঞ্চ করে দেওয়া হবে। বেশ কিছু বিশ্বস্ত জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হবে আগস্টের 9 তারিখেই। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের এক্সপেক্টেড স্পেসিফিকেশন্স। তারই সাথে দেখে নেবে এর দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

VIVO Y53s-এর এক্সপেক্টেড স্পেসিফিকেশন্স 

VIVO Y53s-এর মধ্যে থাকবে 6.58 ইঞ্চির আইপিএস ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। থাকবে ওয়াটার ড্রপ নচ। এর রিফ্রেশ রেট 60Hz এর। এবার দেখে নেওয়া যাক এর ক্যামেরার ব্যাপারে। এই স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। তার সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 16MP এর সেলফি ক্যামেরা।

ব্যাটারি হিসাবে এই স্মার্টফোনে থাকছে 5000mAh এর ব্যাটারি এবং এই ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য 18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। তবে ভিয়েতনামে এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল 33W এর ফাস্ট চার্জিং সাপোর্টের সাথেই। 

জেনেনিন : iOS ইউজারদের জন্য Battlegrounds Mobile India আসছে, পাওয়া গেল এমনই ইঙ্গিত, এখুনি জেনেনিন বিস্তারিত

মনে করা হচ্ছে ভারতে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজের সাথে এই স্মার্টফোনটি আসবে। আর এই স্মার্টফোনে 3 GB এক্সটেন্ডেড RAM ও সাপোর্ট করবে। আর প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে থাকছে MediaTek Helio G80। সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফেস আনলক এর সুবিধা থাকছে। 

এবার দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির দাম সম্পর্কে। এই স্মার্টফোনটি 8GB এবং 128GB ভেরিয়েন্টের জন্য দাম রাখা হয়েছে 22,990 টাকা মতো। আর তার সাথে দুটি কালার ভেরিয়েন্ট স্মার্টফোনটা আসতে পারে। একটা ডীপ সি ব্লু আরেকটা ফ্যান্টাস্টিক রেইনবো। সমস্ত কিছু যদি ঠিকঠাক যায় তাহলে আর মাত্র কয়েকটা দিন পরেই এই স্মার্টফোনকে ভারতের বাজারে পেয়ে যাবো আমরা।