কিভাবে Computer বা Laptop থেকে WhatsApp Voice এবং Video Call করবেন? অবশ্যই জেনেনিন

WhatsApp ShresthoTech

বর্তমান সময়ে WhatsApp খুবই জনপ্রিয় একটি ম্যাসেজিং অ্যাপ্লিকেশন। আমরা জানি WhatsApp Windows এবং Mac ক্ষেত্রে ভয়েস এবং ভিডিও কলের সাপোর্ট করে। তবে সেক্ষেত্রে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। অবশ্যই জেনেনিন কারণ বর্তমান পরিস্থিতিতে এই পদ্ধতি আপনাকে অনেক সুবিধা প্রদান করবে। 

কিভাবে Windows এবং Mac থেকে WhatsApp Voice এবং Video Call করবেন?

WhatsApp তার ডেস্কটপ অ্যাপে ভয়েস এবং ভিডিও কল সুবিধা প্রদান করে। তবে শুধুমাত্র  One-to-One WhatsApp কলের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। কোনরকম গ্রুপ ভিডিও কলের সুবিধা আপনি উপভোগ করতে পারবেন না। হয়তো ভবিষ্যতে আমরা গ্রূপ ভিডিও কলিং এর ফিচারস উপভোগ করতে পারবো। আর এখন WhatsApp Web-এর মধ্যেও এই সুবিধা পাওয়া যায় না। তাই আপনাকে উপযুক্ত Desktop App ডাউনলোড করে নিতেই হবে। চলুন এবার জেনে নেওয়া যাক পদ্ধতি সমূহ। 

সর্বপ্রথম আপনাকে আপনার ডেক্সটপে WhatsApp এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Download সেকশনে যেতে হবে। সেখানে Windows বা Mac, যে ভার্সন আপনার প্রয়োজন তা ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি Install করে নিতে হবে। 

এরপরে একে WhatsApp Open করা মাত্রই একটি QR কোড স্ক্যান করতে বলা হবে। সেক্ষেত্রে আপনি আপনার স্মার্টফোনটিতে WhatsApp ওপেন করে নিন এবং ডানদিকের কোণে থ্রি-ডট দেখতে পাবেন, সেখানে টাচ করুন। এরপর সেখান থেকে তিন নম্বর অপশন Linked Devices সিলেক্ট করুন। এবার এখন আপনি আপনার স্মার্টফোন দিয়ে QR কোড স্ক্যান করেনিন। 

জেনেনিন : এইভাবে আপনার Android Smartphone কেও সিকিউর করে তুলুন, বিপদ থেকে বাঁচুন

এখন দেখতে পাবেন আপনার ডেক্সটপে সরাসরি আপনার WhatsApp অ্যাকাউন্ট চালু হয়ে গেছে এবং সেখানে সমস্ত চ্যাট লক্ষ্য করতে পারবেন। এবার যেকোনো একটি চ্যাট খুলুন এবং উপরের ডান কোণে ভয়েস কল আইকন বা ভিডিও কল আইকনে ক্লিক করুন। এইভাবে ডেস্কটপ থেকে সরাসরি একটি WhatsApp কল করা যায়। 

এরই পাশাপাশি কলিং এর জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নজর রাখতে হবে যেমন-

1. একটি অডিও আউটপুট ডিভাইস এবং  মাইক্রোফোন প্রয়োজন। একই সাথে ভিডিও কলের জন্য একটি ওয়েবক্যামও দরকার।

2. আপনার কম্পিউটার এবং ফোনে সক্রিয় ইন্টারনেট কানেকশনের প্রয়োজন রয়েছে।

3. ভয়েস কল, ভিডিও কল করার ক্ষেত্রে আপনার কম্পিউটারের মাইক্রোফোন এবং ক্যামেরা অ্যাক্সেস করার জন্য WhatsApp যাবতীয় পারমিশন একসেপ্ট করতে হবে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ থেকে শুরু করে আত্মীয়-পরিজনদের সাথে বিনোদন আমরা WhatsApp ভিডিও কলিং এর মাধ্যমে উপভোগ করতে পারি। আপনারও যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে WhatsApp Video কলের প্রয়োজন হয় তাহলে এখুনি এই পদ্ধতি মেনে সব ঠিক করে নিন। আর উপভোগ করুন এই সুবিধা।