AMD প্রসেসর চালিত HP Pavilion Aero 13 ল্যাপটপ ভারতে লঞ্চ হয়ে গেল। এটি Post-Consumer Recycled এবং Ocean-Bound Plastics দ্বারা নির্মিত। ল্যাপটপটি 90 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও প্রদান করে। চলুন জেনে নেওয়া যাক কেমন স্পেসিফিকেশন রয়েছে।
HP Pavilion Aero 13 Laptop স্পেসিফিকেশনস
এই ল্যাপটপটি Windows 10 দ্বারা পরিচালিত হবে। একই সাথে জানা গেছে এই বছরের শেষের দিকে Windows 11 আপডেট পেতে পারে এই ল্যাপটপ। এছাড়াও আপনি পেয়ে যাবেন 1920 x 1200 রেজুলেশন যুক্ত 13.3-Inch WUXGA IPS Display। সাথে পাবেন 400 Nits Brightness, 16:10 Aspect Ratio এবং 100% sRGB।
ল্যাপটপটি আপনি দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন যার একটিতে রয়েছে AMD Ryzen 5 5600U এবং অন্যটিতে রয়েছে AMD Ryzen 7 5800U Processor। উভয় ক্ষেত্রেই পেয়ে যাবেন AMD Radeon Graphics। এছাড়াও এটিতে রয়েছে 45Wh Li-polymer 3-সেল ব্যাটারি যা সিঙ্গেল চার্জে 10.5 ঘন্টা ব্যাটারী পারফরম্যান্স দেয়। একই সাথে ল্যাপটপে ব্যবহৃত হয়েছে 65W ফাস্ট চার্জিং সিস্টেম। স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 16GB RAM এবং 512GB PCIe NVMe M.2 SSD।
জেনেনিন : iOS ইউজারদের জন্য Battlegrounds Mobile India আসছে, পাওয়া গেল এমনই ইঙ্গিত, এখুনি জেনেনিন বিস্তারিত
এখানেই শেষ নয়, আরও পাবেন একটি SuperSpeed USB Type-C 10Gbps পোর্ট, দুটি SuperSpeed USB Type-A 5Gbps পোর্ট, একটি HDMI 2.0 পোর্ট। এরই সাথে রয়েছে 720p HD Webcam এবং ইন্টিগ্রেটেড ডুয়েল Array Digital Microphones। আরও পাবেন Wi-Fi 6, Bluetooth v5.2, Headphone/ Microphone Combo jack। ল্যাপটপটির ওজন এবং পরিমাপ রাখা হয়েছে যথাক্রমে 970 গ্রাম এবং 297x209x16.9mm।
দাম কত রাখা হয়েছে?
আমাদের দেশে HP Pavilion Aero 13 ল্যাপটপের দুটি মডেলে ইতিমধ্যেই উপস্থিত রয়েছে। AMD Ryzen 5 5600U জন্য আপনাকে খরচ করতে হবে 79,999 টাকা। একই সাথে AMD Ryzen 7 5800U ভারতীয় মুদ্রায় দাম রাখা হয়েছে 94,999 টাকা।
HP Pavilion Aero 13 Laptop কিভাবে কিনবেন?
ভারতের বাজারে গ্রাহকদের কথা মাথায় রেখে সমস্ত HP World Stores এবং store.hp.com/in অনলাইন সাইটে উল্লেখ্য ল্যাপটপ উপলব্ধ রয়েছে। গ্রাহকরা এটি Pale Rose Gold, Ceramic White এবং Natural Silver এই তিনটি কালার ভেরিয়েন্ট কিনে নিতে পারবেন।
জেনেনিন : সাবধান! মোবাইলে ব্যাংকিং সম্পর্কিত কাজ করলে অবশ্যই জেনেনিন, আপনার কষ্টার্জিত টাকা বাঁচান
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এটি সমুদ্রের প্লাস্টিক ব্যবহার করে তৈরি করা হয়েছে। যা 6,000 প্লাস্টিক বোতলের সমন্বয় থেকে মহাসাগরকে দূষিত হওয়া থেকে বাঁচিয়ে তোলা। নিঃস্বন্দেহে যেটা দারুন খবর। এখন দেখার বিষয় ল্যাপটপের পারফরমেন্স গ্রাহকদের কাছে ঠিক কতটা আশার আলো জাগায়। কেমন লাগলো আপনার এই ল্যাপটপ? তা আমাদের জানাতে ভুলবেন না।