Redmi Note 9
ভারতের বাজারে বাজেট সেগমেন্টের মধ্যে আরও এক নতুন স্মার্ট ফোন নিয়ে চলে এসেছে রেডমি । স্মার্ট ফোনের নাম Redmi Note 9। এই স্মার্টফোনের মধ্যে দারুন সমস্ত ফিচারস পাবেন ।
কি কি ফিচার থাকছে Redmi Note 9 স্মার্টফোনের মধ্যে ?
Redmi Note 9 এর মধ্যে আপনি পাবেন 6.53 Inch এর FHD+ ডিসপ্লে। সাথে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রটেকশন ।
প্রসেসর এর কথা বলতে গেলে এর মধ্যে থাকবে Mediatek Helio G85 প্রসেসর। আর তার সাথে রয়েছে 4GB+64GB, 4GB+128GB এবং 6GB+128GB ভ্যারিয়ান্টস।
স্টোরেজ 512 জিবি পর্যন্ত এক্সপান্ড করতে পারবেন মাইক্রো-এসডি কার্ডের সাহায্যে ।
ব্যাটারি কথা বলতে গেলে Redmi Note 9 এর মধ্যে পাবেন আপনি 5020mAh এর ব্যাটারি । এবং তার সাথে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ইন দ্য বক্স। আর আছে 9W রিভার্স চারজিং এর সুবিধাও।
ক্যামেরার মধ্যে এই স্মার্টফোনে আপনি পাবেন 48MP এর আল্ট্রা হাই রেজুলেশন প্রাইমারি ক্যামেরা। 8MP এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। 2MP এর ম্যাক্রো লেন্স। 2MP এর ডেফত সেন্সর।
সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের AI সেলফি ক্যামেরা। সেটা সেলফি এবং ভিডিও কলিং এর ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন ।
এই হ্যান্ড সেটের মধ্যে আপনি পেয়ে যাবেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর অবস্থান ক্যামেরার নিচেই।
রয়েছে 2+1 ডেডিকেটেড সিমকার্ড স্লট। যার মধ্যে 2 টি ন্যানো সিম কার্ড ও মাইক্রো এসডি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে 3.5mm হেডফোন জ্যাক । ইউএসবি টাইপ-সি পোর্ট চার্জিং এর জন্য এবং অবশ্যই রয়েছে আইআর ব্লাস্টার।
তিনটি কালার ভ্যারিয়েন্টসে আপনি পাবেন এই স্মার্টফোন টি। সেগুলি হল- Arctic White, Aqua Green, Pebble Grey । যেগুলি অসাধারণ দেখতে।
সমস্ত দিক বিবেচনা করে এটা একটি কমপ্লিট প্যাকেজ হবে আপনার জন্য। অবশ্যই আপনার ব্যাজেটের মধ্যে এলে এটি হবে একটি অসাধারণ অপশন।
প্রথম সেল শুরু হবে 24 জুলাই দুপুর 12 টায় । সেল হবে আমাজন ইন্ডিয়া ও মি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে !
দাম জানতে ক্লিক করুন এখানে।