সম্প্রতি প্রকাশিত হল Xiaomi Mi Pad 5 সিরিজের স্পেসিফিকেশন্স ও আরো কিছু বিস্তারিত তথ্য। ইতিমধ্যেই চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo তে তিনটি Mi Pad 5 এর কথা উঠে এসেছে। যার মধ্যে রয়েছে Mi Pad 5 Lite, Mi Pad 5 এবং Mi Pad 5 Pro। বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন সেখানে তালিকাভুক্ত হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক কেমন হতে চলেছে এই Mi Pad 5 সিরিজ।
Mi Pad 5, Lite, Pro স্পেসিফিকেশন্স
দুটি Mi Pad 5 মডেলের মধ্যে থাকতে পারে Snapdragon 870 Chipset এবং Snapdragon 860 SoC। এর একটি মডেল এর মধ্যে রয়েছে 48MP Rear Camera। একই সাথে পাবেন 5G Connectivity। অন্যদিকে আরেকটি মডেলের মধ্যে রয়েছে 12MP Camera এবং এটি আপনি শুধুমাত্র একটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। যার মধ্যে রয়েছে Wi-Fi-Only ভেরিয়েন্ট।
জানা গেছে প্রত্যেকটি ট্যাবলেটের মধ্যে রয়েছে 10.9-inch 2K LCD Panel। এছাড়াও পাবেন 120 Hz Refresh Rate যা স্মুথলি কাজ করার জন্য ভালো পারফরম্যান্স প্রদান করবে। একই সঙ্গে রয়েছে 8,750mAh Battery। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এরমধ্যে ইনক্লুড রয়েছে 67W Fast Charging ফিচার্স। সূত্র মারফত জানা গেছে, Mi Pad 5 Pro এবং Mi Pad 5 মধ্যে শুধুমাত্র ক্যামেরা ক্ষেত্রে পার্থক্য রয়েছে।
জেনেনিন : ইন্টারনেটে ঘুরছে Battlegrounds Mobile India থেকে এই বিপদ, সাবধান থাকুন
সম্ভবত Mi Pad 5 Lite রয়েছে 33 W ফাস্ট চার্জিং ফেসালিটি। এরই পাশাপাশি জানা গেছে Snapdragon 768G প্রসেসর যুক্ত একটি Tablet এর কথা। তবে এটি এই সিরিজের অংশ হতে চলেছে কিনা তা নিয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
সম্ভাব্য দাম কত হতে চলেছে?
এবার আমরা জেনে নেবো দামের ব্যাপারে। উল্লেখ্য প্রোডাক্টগুলোর দাম এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে এর 4 GB RAM এবং 64 GB Internal Storage ভেরিয়েন্টের সম্ভাব্য দাম হতে পারে ভারতীয় মুদ্রায় প্রায় 23,990 টাকা।
বর্তমান সময়ে নিজের কাছে একটি Pad থাকা মানে বিভিন্ন কার্যক্ষেত্রে আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ উপভোগ করতে পারবেন। উল্লেখিত Xiaomi সংস্থার এই প্রোডাক্টগুলো গ্রাহকদের কাছে বেশ প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।
এই প্রোডাক্টগুলি ভারতের বাজারে কবে উপলব্ধ হবে সে তথ্য এখনো অন্ধকারে আচ্ছন্ন। তবে মনে করা হচ্ছে গ্রাহকদের চাহিদার কথা ভিত্তি রেখে আমাদের দেশেও দ্রুতই এই প্রোডাক্ট গুলো আসতে পারে। নতুন এই Mi Pad 5 সিরিজ সমন্ধে আপনি কী ভাবছেন তা জানাতে ভুলবেন না।