ইন্টারনেটে ঘুরছে Battlegrounds Mobile India থেকে এই বিপদ, সাবধান থাকুন

Battlegrounds Mobile India ShresthoTech BGMI

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে জুলাই মাসের 2 তারিখেই। অফিশিয়াল লঞ্চ করে দেওয়ার পর থেকেই এই গেমের লাভাররা উপভোগ করছে এর গেমপ্লেকে। এমনকি এই গেমের লাইট ভার্সন (Lite Version) রিলিজের দাবিও উঠে আসছে BGMI লাভারদের কাছ থেকে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লাভারদের উদ্দেশ্য একটাই। যাতে আরও কম স্পেসিফিকেশন্স যুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই গেমটি কে উপভোগ করতে পারে সকলে। 

এই লাইট ভার্সন সম্পর্কে এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা না হলেও এরই মাঝে আর এক বিপদ ঘনিয়ে এসেছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লাভারদের জন্য। ইতিমধ্যে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে ফেক ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লাইট (BGMI Lite) APK। যেটাতে ক্লিক করলে বা ডাউনলোড করে ফেললে বিপদে পড়তে পারেন আপনি। এমনকি আপনার স্মার্ট ফোন হ্যাক হয়ে যেতে পারে। অথবা আপনার সেনসেটিভ ইনফর্মেশন হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। আর পরবর্তীকালে করা হতে পারে আপনাকে ব্ল্যাকমেইলও।

জেনেনিন : Instagram Reels-এর ভিডিওর লেংথ বাড়িয়ে দেওয়া হল, সাথে আনা হল আরও গুরুত্বপূর্ণ ফিচার, অবশ্যই জেনে নিন

তাই কখনোই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার লাইট (Battlegrounds Mobile India Lite) ভার্সন দেখতে পেলে সেটাতে ক্লিক করতে যাবেন না। বা শেয়ারও করবেন না সেই লিংক বা ফাইল। কারণ অফিশিয়ালি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার কোন রকম লাইট ভার্সন রিলিজ করা হয়নি। 

এই লাইট ভার্সন রিলিজ হবে, এমন কোনো ঘোষণাও করা হয়নি। আর এখনও পর্যন্ত iOS ইউজারদের হতাশ হতে হচ্ছে। যারা তাদের আইফোনে বা আইপ্যাডে এই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটিকে উপভোগ করতে চাইছেন তাদের জন্য এখনও পর্যন্ত কোনো আশার খবর নেই।

তবে অ্যান্ড্রয়েডে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে এই ব্যাটেল রয়েল গেমটি। কেমন লাগছে এই গেম আপনার? কেমন লাগছে এর গেমপ্লে এক্সপিরিয়েন্স? অবশ্যই জানাতে ভুলবেন না।