অতিসম্প্রতি এক ঘোষণা করে সকলকে চমকে দিলেন শাওমি ইন্ডিয়ার MD মানু কুমার জেইন। তিনি জানিয়েছেন মাত্র 5 দিনে শাওমি বিক্রি করেছে 1000 কোটি টাকার বেশি মূল্যের প্রোডাক্টস! যে ঘোষণা চোখ কপালে তুলে দিয়েছে সকলের।
ভারতের মতো দেশে শাওমি কোম্পানির জনপ্রিয়তা আকাশচুম্বী। এই জনপ্রিয়তা বিচার করেই শাওমি শুধুমাত্র স্মার্টফোনই নয়, একের পর এক নতুন নতুন সেগমেন্টে নিয়ে আসছে তাদের নানান প্রডাক্টস। প্রোডাক্ট নিয়ে আসার সাথে সাথেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই প্রোডাক্ট এর চাহিদা। বিক্রি হচ্ছে ঝড়ের গতিতে। আর তারই মাঝে এই ঘোষণা করেছেন মানু কুমার জেইন। যেটা শুনলে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য।
তিনি জানিয়েছেন জুলাই মাসের 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ছিল শাওমির অ্যানিভার্সারি সেল 2021। সেল উপলক্ষে পাওয়া যাচ্ছিল বিভিন্ন শাওমির প্রোডাক্টসে অসাধারন ডিসকাউন্ট। সেই অ্যানিভার্সারি সেলেই 1 হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রোডাক্টস বিক্রি করেছে শাওমি। আর এই খবর শুনে তাজ্জব হয়ে গেছেন অনেক শাওমি ফ্যান রাও।
জেনেনিন : Online Shopping করেন? এইভাবে ঠকে যাওয়া থেকে বাঁচুন, কষ্টার্জিত টাকা রক্ষা করুন
তবে অনেকেই আবার Xiaomi-র এই সাফল্যে মোটেও চিন্তিত নন। ভারতের মতো দেশে শাওমির প্রোডাক্টস রেঞ্জ অনেক লম্বা। আছে স্মার্টফোন, অডিও প্রোডাক্টস, স্মার্ট টিভি থেকে শুরু করে এক গুচ্ছ নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টস।
যেগুলোর বেশির ভাগই আবার কম দামে অনেক প্রয়োজনীয় ফিচার্স এনে দেয় কাস্টমারদের কাছে। আর তাই সকল ক্যাটাগরির কাস্টমারদের মধ্যেই এবার ছড়িয়ে যাচ্ছে শাওমির নাম। আপনি কি শাওমির কোনো প্রোডাক্ট ব্যবহার করেন? কেমন লাগছে সেই প্রোডাক্ট আপনার?