iOS ইউজারদের জন্য সুখবর, এসে গেল WhatsApp Multi Device Support, দারুন সুবিধা হবে এবার

WhatsApp Multi Device ShresthoTech

হোয়াটসঅ্যাপে Multi-Device সাপোর্ট আসছে তা আমরা অনেক আগে থেকেই জানতে পারছিলাম।  আগেই দেখা গিয়েছিল অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য এই ফিচারের বিটা ভার্সন রোল আউট করা হয়েছিল আগেই। এবার iOS ইউজারদের জন্যও এই ফিচার চলে এল। যদিও সকল iOS ইউজারদের জন্য এই ফিচার আসেনি এসেছে শুধুমাত্র লিমিটেড ইউজার দের জন্যই আনা হয়েছে এই সুবিধা। 

তাই আপনি যদি একজন বিটা টেস্টার হন তাহলে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে গিয়েও আপনাকে সব সময় আপনার মেন ডিভাইস ইন্টারনেট কানেক্টেড রাখতে হবে না। 

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন হোয়াটসঅ্যাপের মধ্যে multi-device সাপোর্ট আসছে খুব শীঘ্রই। এবার এই সাপোর্টটি নিয়ে চলে আসা হল iOS ইউজারদের জন্যও। এর ফলে একসাথে চারটি পর্যন্ত ডিভাইসে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। আপনার প্রাইমারি হোয়াটসঅ্যাপ একাউন্ট যুক্ত ডিভাইসকেও সবসময় কানেক্টেড থাকতে হবে না।  

জেনেনিন : Online Shopping করেন? এইভাবে ঠকে যাওয়া থেকে বাঁচুন, কষ্টার্জিত টাকা রক্ষা করুন

এখনো পর্যন্ত আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বিটা ইউজারদের মধ্যে এই ফিচার roll-out করে দেওয়া হলেও কবে সকলের জন্য এই ফিচার রোল আউট করে দেওয়া হবে সেই সম্পর্কে ফেসবুক বা whatsapp-এর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে খুব বেশি দেরি করা হবে না আর এই ফিচার সকলের মধ্যে Roll-Out করতে।

কেমন লাগলো এই ফিচার আপনার? নিঃসন্দেহে এই ফিচার রোল আউট করা হলে সকলেই অত্যন্ত রকমের সুবিধা হবে। এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত লেটেস্ট টেক আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।