WhatsApp Multi Device সাপোর্ট রোল আউট করা শুরু হয়ে গেল Beta Tester-দের মধ্যে, জেনেনিন কি সুবিধা পাওয়া যাবে

WhatsApp Multi Device ShresthoTech

গত বছর থেকেই আমরা শুনে আসছি হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে Multi-Device Support। এমনটাও জানতে পারা গেছে এই Multi-Device Support একটু অন্য ধরনের হতে চলেছে। এবার এই Multi-Device Support রোল আউট করা শুরু করে দেওয়া হল হোয়াটসঅ্যাপ বিটা ইউজার (WhatsApp Beta Users)-দের মধ্যে।  

WhatsApp Beta Tester-দের মধ্যে Roll-Out করা শুরু করে দেওয়া হল Multi-Device Support 

মাত্র কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ জানিয়েছিল তারা যে ধরনের Multi-Device Support নিয়ে কাজ করে যাচ্ছে তা একটু অন্যরকম হতে চলেছে।হোয়াটসঅ্যাপের এই multi-device সাপোর্ট মানে আপনি চারটি স্মার্টফোনে একসাথে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন এমনটা নয়। আপনি একই সাথে চার ধরনের ডিভাইসে আপনার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। সেটা হতে পারে স্মার্টফোন, তার সাথে ল্যাপটপ, হতে পারে পার্সোনাল কম্পিউটার বা ট্যাবলেটও। 

শুধু মাত্র এখানেই নয় আরও একধাপ এগিয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল এই মাল্টি ডিভাইস সাপোর্টের জন্য আপনার মেইন ডিভাইসে ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে না সব সময়ই। এমনকি End-to-End Encryption-ও পাওয়া যাবে এই সুবিধার মধ্যে। যেটা সকলকে হতবাক করে ছিল প্রচণ্ড রকম ভাবেই।

হোয়াটসঅ্যাপ জানিয়েছিল এই End-to-End Encryption বজায় রাখতে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ ইউজারদের সিকিউরিটি বজায় রাখার সাথে সাথে এই Multi-Device Support নিয়ে আসতে তাদের আলাদা প্রযুক্তির সাহায্য নিতে হয়েছে। তাই এই ফিচার যখন সকলের জন্য রোল আউট হয়ে যাবে তখন আপনার স্মার্টফোনের ব্যাটারি যদি শেষও হয়ে যায়। তাহলেও আপনি খুব সহজেই আপনার অন্য কোনো ডিভাইস থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। 

কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতিতে আমাদের সব সময়ই পড়তে হয় যখন আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন ভালো থাকে না। সেই পরিস্থিতিতেও আপনি আপনার অন্য কোন ডিভাইস থেকে খুব সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন এই ফিচার পেলে। এখনো পর্যন্ত বিটা টেস্টারদের মধ্যেও লিমিটেড কিছু ইউজাররাই এই সুবিধা ব্যবহার করতে পারছেন। তারা তাদের একাউন্টে Linked Device অপশনে গিয়ে এই ফিচারটি পেয়ে যাবেন। 

সেখান থেকে কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে অন্য যে কোন ডিভাইসে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। এমনটাই জানিয়েছেন হোয়াটসঅ্যাপের হেড Will Cathcart। এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি সকল ইউজারদের জন্য কবে এই ফিচার রোল আউট করে দেওয়া হবে। তবে মনে করা হচ্ছে খুব বেশি দেরি করবে না হোয়াটস্যাপ এই ফিচার সকলের মধ্যে roll-out করতে। 

একথা অনস্বীকার্য যে হোয়াটসঅ্যাপ ইউজাররা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে রয়েছেন এই নতুন ফিচারের জন্য। এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।