দিন বদলের সাথে পাল্লা দিয়ে উন্নত হয়ে চলেছে টেকনোলজি। নানান স্মার্টফোন, গ্যাজেট আসছে প্রতিনিয়ত। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে নানান সুবিধাজনক ফিচার্স। তেমনই এক সুবিধাজনক টেকনোলজি হল এই eSIM।
Table of Contents
কি এই eSIM?
e-sim এর পুরো কথাটি হলো embedded SIM কার্ড। এখানে কোন ফিজিক্যাল সিমকার্ড থাকবে না। যেমন প্লাস্টিকের সিম কার্ড আমরা এখন ব্যবহার এটি তেমন নয়। আপনার ফোনের মধ্যেই একটি চিপ সেট করে থাকে। যার জন্য এই ইসিম কে আপনি আপনার eSIM এনবেলড স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। সহজে বলা যেতে পারে এটি একটি ইলেকট্রনিক্স সিম কার্ড।
এই eSIM-র সুবিধা কি?
বর্তমানে বেশির ভাগ স্মার্টফোনে এই ইসিম সাপোর্ট করে না। কিন্তু এটা খালি একটু সময়ের অপেক্ষা যেখানে সব স্মার্টফোনই এই e-সিমটি সাপোর্ট করতে শুরু করবে।
বলা হচ্ছে এই e-সিমটি Rewriteable, মানে আপনি যদি মনে করেন আপনার টেলিকম অপারেটর চেঞ্জ করবেন। তাহলে আপনি শুধুমাত্র একটি ফোন কলের মাধ্যমে এটিকে চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। খুব বেশি ঝামেলায় পড়তে হবেনা আপনাকে এটি করতে গিয়ে। আর প্রত্যেকবার আলাদা প্লাস্টিকের সিম কার্ডও আপনার স্মার্টফোনে ভরতে হবেনা।
কোন কোন ফোনে এই eSIM উপলব্ধ আছে?
সর্বপ্রথম e-সিম এর টেকনোলজি ব্যবহার করা হয় অ্যাপেলের আইফোনে। Iphone Xs প্রথম e-সিমের ব্যবহার করা হয়। তারপর এখনও পর্যন্ত যতগুলো মডেল বের করা হয়েছে অ্যাপেলের তরফ থেকে সব ফোনেই এই e-সিমের সাপোর্ট হয়। কিছু iPad এও এই eSIM এর সাপোর্ট পাওয়া যায়।
এছাড়াও এর সাপোর্ট রয়েছে Samsung, Google Pixel এবং Motorola-র কিছু মডেলে। যেমন Samsung Galaxy fold, Samsung Galaxy Note 20 এবং স্যামসাংয়ের প্রায় সব ফাইভ-জি ফোনেই।
জেনে নিন : বেশি বেশি ইন্টারনেট প্রয়োজন? Reliance Jio প্রিপেড কাস্টমার দের 3GB করে 4G Data প্রতিদিন
Google pixel 3, 3XL, 3A, 3A XL, 4A ইত্যাদি ফোনে। আর Motorola মাত্র দু’টি ফোন রয়েছে একটি হল Motorola Razr ,Motorola Next Gen Razr 5G। ভারতে এয়ারটেল এবং জিও হল প্রথম টেলিকম কোম্পানি যারা এই e-সিম চালু করে।
কিভাবে পাবেন নতুন Jio e-সিম?
যদি আপনি আপনার ফোনের জন্য e-সিম এর কানেকশন নিতে চান তাহলে আপনাকে আপনার কাছাকাছি কোনো জিও স্টোরে যেতে হবে। যদি আপনি চান আপনার ফোনে থাকা বর্তমান জিও সিমটিকে একটি e-সিমে পরিবর্তন করতে অথবা আপনার জিও সিমটিকে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে পরিবর্তন করতে। তাহলে এটি করা যাবে শুধু একটি এসএমএস এর মাধ্যমে। আর আপনি যদি চান তাহলে জিও e-সিম আপনার স্মার্টফোনে ডাউনলোডও করতে পারবেন।
এই eSIM আমাদের দেশে এখনও অত্যধিক জনপ্রিয় না হলেও ধীরে ধীরে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।