লঞ্চ হয়ে গেল Vivo Y73 স্মার্টফোন, জেনেনিন এর স্পেসিফিকেশন্স, দাম, লঞ্চ অফার ও সেল ডেট

vivo y73 smartphone launched check out specification price launch offer

Vivo সংস্থা ইতিমধ্যেই আমাদের Y-series এর স্মার্টফোন উপহার দিয়েছে। সম্প্রতি তারা লঞ্চ করল আরও এক স্মার্টফোন। আজই তারা India তে লঞ্চ করে দিল Y-series এর Vivo Y73 স্মার্টফোনটি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিস্তারিত।

কেমন স্পেসিফিকেশন রয়েছে এই স্মার্টফোনটিতে?

প্রথমেই বলবো এই স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 2400×1080 Pixel Resolution সম্পন্ন 6.44-inch FHD+ AMOLED Display। স্মার্টফোনটির Refresh Rate 60Hz এবং এটিতে থাকছে 20:9 Aspect Ratio।

এবার আসি প্রসেসর সম্পর্কে। প্রসেসর স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। Vivo Y73 স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন Ccta-core MediaTek Helio G95 Processor। সাথে আছে G76 GPU।

জেনেনিন : অডিও প্রোডাক্টে পাবেন 50% পর্যন্ত ডিসকাউন্ট, আসছে Mi Music Festival

এবার জানবো ক্যামেরা সম্পর্কে। পেয়ে যাবেন 64MP+2MP+2MP সেটআপ এ অসাধারণ LED flash যুক্ত Triple ক্যামেরা। যার মধ্যে রয়েছে 64MP Primary Sensor, 2MP-Macro Sensor এবং 2MP Depth Sensor। একই সাথেই রয়েছে 16MP সেলফি ক্যামেরা। 

ব্যাটারি হিসাবে এটিতে আপনি পেয়ে যাবেন 4000mAh এর অসাধারণ ব্যাটারি। এরই সাথে রয়েছে 33W এর ফাস্ট চার্জিং এর সুবিধা। এটিতে ব্যবহৃত হয়েছে Type-C পোর্ট। স্মার্টফোনটি Android 11 উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। থাকছে In-Display Fingerprint এর সুবিধা। স্মার্টফোনটির ওজন 170 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

8GB RAM এবং 128GB স্টোরেজ সম্পন্ন স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 20,990 টাকা। এছাড়াও আপনি যদি একজন HDFC Bank এবং Kotak Bank এর কাস্টমার হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 1,000 টাকা ডিসকাউন্ট। স্মার্টফোনটির Dimond Flare এবং Roman Black কালার অপশন পেয়ে যাবেন। 

কোথা থেকে কেনা যাবে স্মার্টফোন টি? 

স্মার্টফোনটি কিনতে পারবেন ফ্লিপকার্ট (Flipkart) থেকে। 

কেমন লাগলো এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।