লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Vivo Watch 2 সম্পর্কে অনেক তথ্য, দেখেনিন স্পেসিফিকেশন্স, লঞ্চ ডেট এবং কালার ভেরিয়েন্ট বিস্তারিত ভাবে

Vivo ব্র্যান্ড একের পর এক চমক আমাদের দিয়েই চলেছে। সম্প্রতি সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো আরও এক অসাধারণ স্মার্টওয়াচ। জানা গেছে কোম্পানি খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে Vivo Watch 2। ইতিমধ্যে স্মার্টওয়াচের ডিজাইন এবং সামান্য কিছু বৈশিষ্ট্য ফাঁস হয়েছে। চলুন সেদিকে নজর রাখা যাক।

Vivo Watch 2 ডিজাইন কেমন রয়েছে?

এই স্মার্টওয়াচটির মধ্যে থাকছে Circular Dial। একই সঙ্গে স্মার্টওয়াচটি নিয়ন্ত্রণ করার জন্য এর মধ্যে দুটি বাটন রয়েছে। অর্থাৎ এই কথা পরিষ্কার যে ডিভাইসটি গ্রাহকদের কাছে বেশ আকর্ষণীয় হতে চলেছে।

Vivo Watch 2 ফিচার্স কেমন রয়েছে?

সূত্র মারফত জানা গেছে Vivo Watch 2 সংস্থার প্রথম স্মার্টওয়াচ হতে চলেছে যার মধ্যে eSIM-সিস্টেম ইনক্লুড থাকবে। অর্থাৎ ব্যবহারকারীরা খুব সহজেই SMS কার্ডের সুবিধা উপভোগ করতে পারবেন। যেহুতু স্মার্টওয়াচটিতে SMS ফিচারস উপলব্ধ থাকবে তাই মনে করা হচ্ছে এর মধ্যে ইন্টারনেট, ব্লুটুথ বা Wi-Fi এর সুবিধা নাও থাকতে পারে। বাকি সমস্ত ফিচারস এখনও অবধি আজনা রয়েছে।

জেনেনিন : International Space Station-এ 12 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন জাপানি ধনকুবের Yusaku Maezawa, পরবর্তী টার্গেট SpaceX Moon Trip

কালার ভেরিয়েন্ট কেমন হতে পারে?

অফিশিয়াল টিজারে স্মার্টওয়াচটি Matte Black এবং Metallic Silver এই দুটি কালার অপশনে দেখতে পাওয়া গেছে। যদিও ভিন্ন কালার ভেরিয়েন্টে Band ব্যবহারের সুবিধা তো থাকছেই। 

লঞ্চ Date কবে?

স্মার্টওয়াচটি আগামী 22 শে ডিসেম্বর চিনে লঞ্চ হবে। স্মার্টওয়াচ এর দাম ঠিক কত হতে পারে তা সংস্থার তরফ থেকে এখনো জানানো হয়নি। নতুন এই Vivo Watch 2 সম্বন্ধে আপনার মতামত কি? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।