দাম বেড়ে গেল Vivo Y সিরিজের দুটি স্মার্টফোনের, জেনেনিন বিস্তারিত

Vivo Y Series ShresthoTech

এবার স্মার্টফোনের দাম বৃদ্ধির দলে নাম লেখালো ভিভো(VIVO)। তারা চুপিচুপি দাম বাড়িয়ে দিল তাদের দুটি ওয়াই সিরিজের স্মার্টফোনের। আর এই স্মার্টফোন দুটি হল VIVO Y20A এবং VIVO Y20G। চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোনের এখন কত দাম হয়ে গেল সেটি। আর তার সাথে জেনে নেব এদের স্পেসিফিকেশন্স সম্পর্কেও। 

কত দাম বেড়েছে এই স্মার্টফোন দুটির?  

3 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজের সাথে VIVO Y20 স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছিল। তখন তার দাম ছিল 11,490 টাকা। এখন এই স্মার্টফোনটির দাম 500 টাকা বেড়ে গেছে। এর দাম হয়েছে 11,990 টাকা।

VIVO Y20G স্মার্টফোনটি 4GB-64GB রম 6GB-128GB ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল। এই দুটো ভেরিয়েন্ট এর ক্ষেত্রেই দাম 1,000 টাকা করে বেড়ে গেছে। লঞ্চের সময় এদের দাম ছিল যথাক্রমে 12,990 এবং 14,990। সেগুলোর দাম বেড়ে গিয়ে এখন হয়েছে 13,990 আর 15,990 টাকা। 

স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন্স 

Vivo Y20A বাজেট স্মার্টফোনটি মধ্যে পেয়ে যাবেন 6.5 ইঞ্চির Halo iView ডিসপ্লে। পাবেন 5000mAh ব্যাটারি এবং তার সাথে 10W এর চার্জিং সাপোর্ট। রয়েছে ট্রিপল ক্যামেরা(Triple Camera) সেটআপ যার প্রাইমারি সেনসর 13 মেগাপিক্সেলের। Processor হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 439। 

জানেন কি : ফুড ডেলিভারি প্লাটফর্ম Zomato এবার ডেলিভারি করতে চলেছে Grocery-ও, পার্টনারশিপ করছে গ্রোফার্স এর সাথে

অপরদিকে VIVO Y20G স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে। রয়েছে 5000mAh ব্যাটারি। আর 18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেনসর 13 মেগাপিক্সেলের। আর সেলফি জন্য পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্মার্টফোনে রয়েছে Mediatek Helio G80 প্রসেসর।