ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটো(Zomato) জনপ্রিয়তা ইতিমধ্যেই খুবই বেশি। এবার ঘোষণ একরা হল তারা দেশের মধ্যে গ্রোসারি ডেলিভারি ক্ষেত্রেও পদার্পণ করতে চলেছে। তবে এই অবতারে তাদের আমরা আগেও দেখেছিলাম। গতবছরেই এর সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য হিসেবে গ্রোসারি তারা ডেলিভারি করেছিল বাড়ি বাড়িতে। আর সেই সময় সাফল্য পেয়েছিল তারা ভালো রকমই। মানুষের উপকারও লেগেছিল তাদের সেই প্রচেষ্টা।
সেই সফলতা বিবেচনা করেই এবার জোমাটো Grocery ডেলিভারি জগতে পদার্পণ করতে চলেছে খুব শীঘ্রই। এমনটাই ঘোষণা করা হয়েছে জুলাইয়ের 14 তারিখে তাদের IPO লঞ্চের আগেই। তারা পার্টনারশিপ করছে গ্রোফার্স(Grofers) এর সাথে। এ বিষয়ে জানিয়ে রাখা ভাল Zomato অনলাইন গ্রোসারি ডেলিভারি প্লাটফর্ম Grofers-এ 9.3 পার্সেন্ট স্টেক কিনে নিয়েছে।
জানেন কি : লিক হয়ে গেল রিয়েলমির প্রথম ট্যাব Realme Pad এর কিছু ছবি, কেমন হবে এটি? দেখেনিন এখুনি
সেই প্রসঙ্গে Zomato-র কো ফাউন্ডার গৌরব গুপ্তা জানিয়েছেন তারা এই নতুন ক্ষেত্রে সচেষ্ট ভাবে এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে। এই জন্যই তারা রিসেন্টলি 100 মিলিয়ন USD ইনভেস্ট করেছে Grofers-এ। জানানো হয়েছে খুব শীঘ্রই Zomato অ্যাপ্লিকেশনে গ্রোসারি সেকশন(Grocery Section) লঞ্চ করে দেওয়া হবে।
দেশের মধ্যে গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মের অভাব নেই রয়েছে বিগবাস্কেট, Grofers, Swiggy-র মতো প্লাটফর্ম। এবার তাদের সাথেই কড়া টক্কর হবে মনে করা হচ্ছে Zomato-র। কারণ সমস্ত রকম ভাবে তাদের পদক্ষেপ পর্যালোচনা করেই এগিয়ে চলেছে Zomato। তবে এখনো পর্যন্ত অফিশিয়ালি জানানো হয়নি ঠিক কবে লঞ্চ হতে পারে এই গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম। প্লাটফর্ম চলে এলে নিঃসন্দেহে দেশজুড়ে Zomato তাদের সুন্দর নেটওয়ার্ক ব্যবহার করবে। এবং বর্তমান পরিস্থিতিতে অনেকেরই খুব সুবিধা হবে।