লঞ্চ হয়ে গেল Techno Spark 8 স্মার্টফোনের 4 GB RAM ভেরিয়েন্ট, সাথে রয়েছে ফ্রি গিফট

Techno Spark 8

লঞ্চের সময় 2GB RAM, পরবর্তীকালে 3GB RAM ভেরিয়েন্ট এবং অবশেষে Techno Spark 8 স্মার্টফোনের 4 GB RAM ভেরিয়েন্ট নিয়ে চলে এল Techno। যার সাথে রয়েছে 64 GB ইন্টার্নাল স্টোরেজ। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ভেরিয়েন্ট সম্পর্কে সমস্ত কিছু খুঁটিনাটি!

লঞ্চ হয়ে গেল Techno Spark 8 স্মার্টফোনের 4 GB RAM ভেরিয়েন্ট

গত সেপ্টেম্বর মাসেই Techno তাদের Spark 8 স্মার্টফোন লঞ্চ করে দিয়েছিল। 2GB RAM যুক্ত সেই স্মার্টফোনের মধ্যে Helio A25 চিপসেট ছিল। আর এবার এই স্মার্টফোনটিরই একটা 4GB-64GB ভেরিয়েন্ট নিয়ে চলে এলো টেকনো। আর এই নতুন ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 10,999 টাকা। ইতিমধ্যেই আজ থেকেই স্মার্টফোনটি এভেলেবেল হয়ে গেছে সারা দেশজুড়ে। 

জেনেনিন : বিভিন্ন স্মার্টফোনের উপর রয়েছে অবাক করা ডিসকাউন্ট, Amazon প্ল্যাটফর্মে চলছে Fab Phones Fest Sale, মিস করবেন না

Atlantic Blue, Torquoise Cyan এবং Iris Purple-এই তিনটে কালার ভেরিয়েন্টে এই Techno Spark 8 কিনতে পাওয়া যাবে। তবে শুধু মাত্র এখানেই শেষ নয়। লঞ্চ অফার হিসাবে Techno তাদের সাথে রেখেছে 799 টাকার একটি ব্লুটুথ ইয়ার পিস। নিঃসন্দেহে এটা একটা দারুন অফার। এক ঝলকে দেখে নেওয়া যাক Techno Spark 8-এর  স্পেসিফিকেশন্স। 

Tecno Spark 8 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.56-Inch HD+ Dot Notch Display ও 60Hz Refresh Rate। স্মার্টফোনটি Mediatek Helio G25 Chipset দ্বারা পরিচালিত হবে। একই সাথে ইনক্লুড থাকছে LED ফ্ল্যাশ যুক্ত ডুয়েল ক্যামেরা। যার মধ্যে পাবেন 16MP Primary Sensor এবং AI Lens। এছাড়াও সেলফি তোলার জন্য পাবেন 8MP ক্যামেরা। 

এখানেই শেষ নয় রয়েছে 5000mAh ব্যাটারি। স্মার্টফোনটি Android 11 OS HiOS 7.6 উপর নির্ভর করে নির্মিত হয়েছে। সিকিউরিটি হিসেবে থাকছে Physical Fingerprint Sensor। এছাড়াও পাবেন GPS, Dual-Band Wi-Fi, Bluetooth 5.0, 4G LTE, কানেক্টিভিটি সুবিধা। এমন অসাধারন ফিচারস বিশিষ্ট স্মার্টফোনের পরিমাপ 164.82×76.05×8.85mm।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে