লঞ্চ হয়ে গেল Samsung Galaxy S21 FE 5G স্মার্টফোন, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি Samsung কোম্পানি তাদের Galaxy S21 সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন যুক্ত করে দিলো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর লঞ্চ হয়ে গেল Samsung Galaxy S21 FE 5G স্মার্টফোন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু।

Samsung Galaxy S21 FE 5G স্পেসিফিকেশন্স কেমন?

সূত্র মারফত জানা গেছে স্মার্টফোনটি দেখতে কিছুটা Vanilla Galaxy S21 স্মার্টফোনের মতোই। স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে 6.4-Inch FHD+ Dynamic AMOLED Display। একই সাথে থাকছে 120Hz Refresh Rate এবং 240Hz Touch Sampling Rate। এছাড়াও পাওয়া যাবে 5nm Process সহ Octa-Core Processor।

স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে উপলব্ধ রয়েছে। যার মধ্যে থাকছে 6GB+128GB, 8GB+128GB এবং 8GB+256GB স্টোরেজ। তারই সাথে NFC এবং IPX8 Dust & Water Resistant সুবিধা তো থাকছেই। এছাড়াও সিকিউরিটি সিস্টেম হিসেবে পাওয়া যাবে Fingerprint Sensor।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল VIVO Y21T স্মার্টফোনটি, Qualcomm এর প্রসেসর, 50 MP প্রাইমারি ক্যামেরা সহ দেখেনিন এর সমস্ত স্পেসিফিকেশন্স

এরই পাশাপাশি রয়েছে 12MP Ultra-Wide Angle Camera, Dual Pixel AF & Optical Image Stabalisation Technology বিশিষ্ট 12MP Wide-Angle Camera এবং 30x Zoom সহ 8MP Telephoto Camera। আরও পাবেন 32MP ফ্রন্ট ক্যামেরার সাহায্যে সেলফি তোলার সুযোগ।

স্মার্টফোনটি Android 12- One UI 4 দ্বারা পরিচালিত হবে। এখানেই শেষ নয় ইনক্লুড থাকছে 4,500mAh ব্যাটারি এবং 25W Super Fast Wired Charging ফেসালিটি। তাছাড়াও 15W Wireless Charging ফিচারস তো পাবেনই। স্মার্টফোনটি মাত্র 30 মিনিটে 50% চার্জ প্রদান করতে সক্ষম।

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটির দাম কত হবে তা সংস্থার তরফ থেকে এখনো অবধি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে এটি Olive, White & Graphite এবং Lavender কালার ভেরিয়েন্টে 11 জানুয়ারি থেকে পাওয়া যাবে। কেমন লাগলো আপনার এই স্মার্টফোন? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।