শীঘ্রই লঞ্চ হতে চলেছে OnePlus 10 Pro স্মার্টফোন, দেখেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট বিস্তারিত ভাবে

সম্প্রতি OnePlus সংস্থা চিনে লঞ্চ করতে চলেছে OnePlus 10 Pro স্মার্টফোন। এমনই তথ্য অনলাইন সাইটে টিজ হয়েছে। ইতিমধ্যে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট জানা সম্ভব হয়েছে। চলুন সেদিকে নজর রাখা যাক।

OnePlus 10 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

এই স্মার্টফোনের মধ্যে সম্ভাব্য থাকতে পারে 6.7-Inch QHD+ AMOLED LTPO 2.0 Display। একই সাথে পাওয়া যাবে Corning Gorilla Glass প্রটেকশন এবং 120Hz Refresh Rate। এটি কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যার মধ্যে ইনক্লুড রয়েছে Qualcomm Snapdragon 8 Gen1 Chipset। 

আরও থাকছে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনটি Android 12-Based OxygenOS উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এরই পাশাপাশি পেয়ে যাবেন 48MP Primary Sensor, 50MP Ultra-Wide-Angle Lens এবং 8MP Telephoto Lens। এছাড়াও যুক্ত থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা। 

জেনেনিন : Flipkart-এ শুরু হতে চলেছে Big Bachat Dhamaal Sale, অসাধারণ সমস্ত প্রোডাক্টে রয়েছে হিউজ ডিসকাউন্ট, এই বিশেষ বিশেষ অফার গুলি একদমই মিস করবেন না

তারই সাথে রয়েছে 5,000mAh ব্যাটারি। চার্জিং সিস্টেম হিসেবে থাকছে 80W Wired Charger এবং 50W Wireless Charger। ডিভাইসটির মধ্যে 5G কানেক্টিভিটি সুবিধা পাওয়া যাবে। একই সাথে IP68 Water Resistance এবং In-Display Fingerprint Sensor তো থাকছেই। 

লঞ্চ Date কবে?

স্মার্টফোনটি চিনে আগামী 11 ই জানুয়ারি লঞ্চ হতে চলেছে। এটি Green এবং Black এই দুটি কালার অপশনে দেখা গেছে। 

দাম কত হতে পারে?

স্মার্টফোনের দাম কত হবে তা সংস্থার তরফ থেকে জানানো হয়নি। স্মার্টফোনটি লঞ্চের পর সঠিক দাম জানা মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমরা।কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোন? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।