কিছুদিন আগেই আমাদের দেশে Samsung সংস্থা Galaxy A22 স্মার্টফোনটির 5G Model টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল। সম্প্রতি এবার তেমন কোনো বিজ্ঞপ্তি জারি না করেই ভারতের বাজারে লঞ্চ করে দিল Samsung Galaxy A22 4G Variant টি। চলুন এর ফিচার সম্বন্ধে জানা যাক।
Samsung Galaxy A22 স্পেসিফিকেশন্স
স্মার্টফোনটিতে রয়েছে 6.4-inch সম্পন্ন HD+ AMOLED Display। একই সাথে স্মার্টফোনের মধ্যে থাকছে 90Hz Refresh Rate। এবার আসা যাক প্রসেসরে। এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন Octa-Core MediaTek Helio G80 SoC। এটি 12nm Fabrication Process দ্বারা নির্মিত। এছাড়াও রয়েছে Mali G52 GPU। এটি Android 11 বেস এর উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে।
জেনে নেওয়া যাক আরও এক গুরুত্বপূর্ণ বিষয় ক্যামেরা সম্পর্কে। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা (Quad Camera) সেটআপ। যেখানে রয়েছে 48 MP এর প্রাইমারি ক্যামেরা, 8 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 MP ম্যাক্রো লেন্স এবং 2 MP ডেপথ সেন্সর। এর সাথেই রয়েছে 13MP Front Shooter।
Type-C Charging Port যুক্ত স্মার্টফোনটিতে রয়েছে 5000mAh এর অসাধারণ ব্যাটারি। এরই সাথে রয়েছে 15W এর ফাস্ট চার্জিং এর সুবিধা। এখানেই শেষ নয় থাকছে আরও চমক। পাবেন WiFi, Bluetooth 5.0, Dual Sim, VoLTE, এবং GPS। সিকিউরিটি সিস্টেম হিসাবে উপস্থিত থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট।
Samsung Galaxy A22 দাম
স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন শুধুমাত্র একটি ভেরিয়েন্টেই। ভারতের বাজারে এই 4G ভেরিয়েন্ট এর 6GB RAM + 128GB Storage সম্পন্ন স্মার্টফোনের দাম রাখা হয়েছে 18,499 টাকা। স্মার্টফোনটি আপনি অফলাইনের মাধ্যমেই কিনতে পারবেন। এটি আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে কিনবেন তা সংস্থার তরফ থেকে জানানো হয়নি।