অডিও ব্র্যান্ড থেকে এবার পার্সোনাল গ্রুমিং-এর দলে নাম লেখালো boAt, লঞ্চ করে দিল তাদের প্রথম ট্রিমার, দেখেনিন boAt MISFIT T50-এর স্পেসিফিকেশনস, দাম সমস্ত কিছু এখানে

boat misfit t50 trimmer ShresthoTech
boAt MISFIT T50 Trimmer (Image Credit : boAt)

জনপ্রিয় অডিও প্রডাক্ট নির্মাতা boAt এবার পার্সোনাল গ্রুমিং মার্কেটেও পদার্পণ করল। এই বিষয়ে তারা ব্যবহার করছে তাদের সাব-ব্র্যান্ড MISFIT কে। এই মিসফিট সাব ব্রান্ডের আন্ডারেই boAt MISFIT T50 এই ট্রিমারটি লঞ্চ করে দিল আজ। শুধুমাত্র দাড়ি ট্রিমের কাজেই নয়, তার সাথে হেয়ার এবং বডি গ্রুমিং-এর প্রয়োজনে এই ট্রিমার কে ব্যবহার করা যাবে। দেখে নেওয়া যাক এই ট্রিমারের সমস্ত স্পেসিফিকেশনস, দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

boAt MISFIT T50-এর স্পেসিফিকেশনস

boAt ক্লেইম করছে এই ট্রিমারের মধ্যে রয়েছে স্কিন ফ্রেন্ডলি টাইটেনিয়াম কোটেড ব্লেডস। যেগুলো স্মুথ এবং সেফ ট্রিমিং এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। প্রয়োজন পরলে আপনি খুব সহজেই খুলে দিতে পারবেন এবং পরিষ্কার করেও নিতে পারবেন। 

মাত্র 1.5 ঘন্টায় চার্জেই এর ব্যাটারি ফুল হয়ে যাবে। আর একবার চার্জ দিয়ে 160 মিনিট পর্যন্ত ট্রিমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে ক্লেম করছে boAt। এমনকি রয়েছে ব্যাটারি ইন্ডিকেটরও। 0.5mm থেকে 20mm এর মধ্যে 40 লেংথের ট্রিমিং রেঞ্জ পাওয়া যাবে এই ট্রিমারে।  

জানেন কি : Google Play Store থেকে বাদ যেতে হল আর এক জনপ্রিয় ভারতীয় অ্যাপ্লিকেশন কে! তবে এবার সমস্যাটা একটু অন্যরকমের

অন্যান্য ফিচার গুলোর মধ্যে এর মধ্যে সেফটি লক (Safety Lock) তো আছেই। ফলে হঠাৎ করে অন হয়ে যাবার ভয় থাকছে না। দেওয়া হচ্ছে ট্রাভেল পাউচও (Travel Pouch)। ট্রাভেলিংয়ের সময় কোনো চিন্তা থাকছে না। Micro USB Cord ব্যবহার করে এই ট্রিমার কে চার্জ দেওয়া যাবে। 

boAt MISFIT T50-এর দাম  

এর দাম 2,499 টাকা। কিন্তু লঞ্চ অফার হিসেবে এখনই এই ট্রিমার পাওয়া যাবে মাত্র 899 টাকা দিয়ে। 

ভারতের বাজারে ট্রিমারের অভাব নেই। Xiaomi ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। তারপর আর কয়েক দিনের মধ্যেই Realme লঞ্চ করে দেবে তাদের ট্রিমার। এই প্রোডাক্ট গুলির সাথে ভোটের এই ট্রিমার কেমন টক্কর দেয় সেটাই লক্ষণীয়।