Relience Jio এবার নিয়ে আসছে JioBook ল্যাপটপ, লঞ্চের আগেই জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স সহ সমস্ত কিছু

Reliance JioBook

আমরা আগে শুনেছি Reliance Jio তার প্রথম ল্যাপটপ লঞ্চ করার পরিকল্পনা করছে। সম্প্রতি Reliance JioBook-এর দেখা পাওয়া গেছে Geekbench ওয়েবসাইটে। সেখান থেকেই ডিভাইসটির সম্ভাব্য স্পেসিফিকেশন্স জানতে পেরেছি আমরা। চলুন দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে এই ল্যাপটপ।

Reliance JioBook সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন?

এর মধ্যে আপনি পেয়ে যাবেন 1,366 x 768 Pixels রেজুলিউশন বিশিষ্ট Display। বর্তমানে ডিসপ্লের সাইজ কত হবে তা অজানা রয়েছে। ডিভাইসটি Octa-Core MediaTek MT8788 Chipset দ্বারা পরিচালিত হতে পারে বলে শোনা যাচ্ছে। 

একই সাথে আপনি পেয়ে যাবেন 4G LTE এবং HDMI কানেক্টিভিটি সুবিধা। এছাড়াও রয়েছে Bluetooth, Dual Band Wi-Fi ফিচার্স। এরই পাশাপাশি এর মধ্যে আপনি পাবেন Microsoft Apps যার মধ্যে থাকছে Teams, Edge, Office সহ প্রভৃতি সুবিধা। 

জানা গেছে এই ল্যাপটপটি JioOS Android 11 উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এখানেই শেষ নয় ইনক্লুড রয়েছে JioMeet, JioStore এবং JioPages। স্টোরেজ হিসাবে এর মধ্যে থাকতে পারে 2GB RAM। 

জেনেনিন : Ola ইলেকট্রিক স্কুটার কে টেক্কা দিতে Suzuki খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

যেহুতু ডিভাইসটি 1,178 Single-Core Test & 4,246 Multi-Core Test-এর যাবতীয় স্তর অতিক্রম করেছে, তাই আমরা মনে করতে পারি এটি লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। লঞ্চের পরেই Reliance JioBook-এর সঠিক দাম জানা সম্ভব হবে। 

ভবিষ্যতে ডিভাইসটির সম্বন্ধে বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমরা। মাত্র কয়েক দিন আগেই জিও লঞ্চ করেছে তাদের JioPhone Next। বাজারে সেটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সেটা আর বলে দিতে হয়না। এবার নতুন এই Reliance JioBook সম্বন্ধে আপনার মতামত কি? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।