এসে গেল Realme Watch S এর Silver Colour ভ্যারিয়েন্ট, কেমন? কবে থেকে কেনা যাবে?

গত বছরের নভেম্বর মাসে রিয়েলমির তরফ থেকে Realme Watch S লঞ্চ করে দেওয়া হয়েছিল। কম দামের মধ্যে যারা স্মার্টওয়াচ ব্যবহার করতে চান তাদের জন্য এই রিয়েলমি ওয়াচ ছিল দারুণ অপশন। এরই এবার একটা নতুন কালার ভেরিয়েন্ট নিয়ে চলে এল তারা। এটা হল সিলভার কালার ভ্যারিয়েন্ট। 

কেমন হতে চলেছে এই কালার ভ্যারিয়েন্ট? 

Realme Watch S এই সিলভার ভার্সনে আপনি পেয়ে যাবেন সাদা সিলিকন ওয়াচ স্ট্র্যাপ। অবশ্যই ওয়াচ বডিতে থাকছে সিলভার কালার। 

কবে থেকে কিনতে পারে Realme Watch S এর সিলভার কালার ভ্যারিয়েন্ট?

এই সিলভার কালার ভ্যারিয়েন্ট কিনতে পাওয়া যাবে জুন মাসের 7 তারিখ থেকে। কেনার জন্য আপনাকে যেতে হবে Realme Official Website অথবা ফ্লিপকার্টে। এই দুটি জায়গা থেকে আপনি এই নতুন কালার ভেরিয়েন্ট কিনে নিতে পারবেন। যদিও অন্যান্য সমস্ত ফিচার একই রয়েছে এই Realme Watch S এর। 

Realme Watch S স্পেসিফিকেশন্স

চলুন দেখে নেওয়া যাক এই Realme Watch S স্পিসিফিকেশনস। রিয়েলমি Realme Watch S-এ আপনি পেয়ে যাবেন 1.3 ইঞ্চির টাচস্ক্রিন এলসিডি ডিসপ্লে। যার মধ্যে থাকছে গরিলা গ্লাসের প্রটেকশন। এর মধ্যে রয়েছে 390mAh এর ব্যাটারি যেটি 15 দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে বলে ক্লেম করছে Realme।

এর মধ্যে 100 টি ওয়াচফেইস (Watch Face) পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী এই ওয়াচকে কাস্টমাইজ করার জন্য সুবিধা তো পাচ্ছেনই। 

জেনে নিন : গুগল ক্রোমে ইন্ট্রোডিউস করে দেওয়া হল দুটি গুরুত্বপূর্ণ সেফটি মেজারস, কাজে লাগবে সকলেরই

তার সাথে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (Blood Oxygen Saturation) মনিটরিং এর সুবিধা থাকছে। সাথে হার্টবিট মনিটরিংয়ের (Heart Rate Monitoring) সুবিধাও পাবেন। থাকছে স্পোর্টস ট্রাকিং (Sports Tracking)। আর অবশ্যই এটি IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্টেন্ট।