গুগল ক্রোমে ইন্ট্রোডিউস করে দেওয়া হল দুটি গুরুত্বপূর্ণ সেফটি মেজারস, কাজে লাগবে সকলেরই

google chrome introduces two new security features to help us with safe and secure browsing

গুগল ক্রোম (Google Chrome) এখন আমরা প্রত্যেকেই ব্যবহার করি। আর এই গুগল ক্রোম এর মধ্যেই নতুন কয়েকটি ফিচার নিয়ে এলো গুগল। যেগুলো আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা থেকে রক্ষা করবে। আমাদের ব্রাউজিং এক্সপেরিয়েন্স কে আরও সিকিউর এবং সেফ করে তুলবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন নতুন ফিচার ইন্ট্রোডিউজ করল গুগল ক্রোম

কোন কোন নতুন সিকিউরিটি ফিচার নিয়ে এল গুগল ক্রোম?

গুগল ক্রোমে আমরা বিভিন্ন কাজ সহজে করে ফেলার জন্য নানান ধরনের এক্সটেনশন ব্যবহার করি। এবার থেকে আপনি যখন কোনো এক্সটেনশন ডাউনলোড করতে যাবেন তখন আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে এলার্ট করে দেওয়া হবে। সেই এক্সটেনশন থেকে যদি আপনার বিপদের সম্ভাবনা থাকে তাহলে দেওয়া হবে এই এলার্ট। যার ফলে সেই বিষয়ে আপনি তখন সচেতন হয়ে যেতে পারবেন।

গুগল এর তরফ থেকে জানানো হচ্ছে এখনো পর্যন্ত যত Chrome Extension রয়েছে তার 75 শতাংশই গুগলের নিয়ম এবং পলিসি ভালোভাবে মেনে চলছে। কিন্তু তবুও কিছু কিছু এক্সটেনশন রয়েছে যারা সামান্য কিছু পলিসি ব্রেক করলেও এই নোটিফিকেশন দিয়ে আপনাকে সাবধান করে দেওয়া হবে। 

এক্সটেনশন থেকে যদি আপনার বিপদের সম্ভাবনা থাকে তাহলে দেওয়া হবে এই এলার্ট…

এই নোটিফিকেশন আর একটাই উদ্দেশ্য- ব্রাউজিং এক্সপিরিয়েন্স কে আরও এনহ্যান্স করা সকল ইউজারদের জন্য। তবে ওয়ার্নিং দেওয়া মানেই আপনি সেই ক্রোম ব্রাউজার কে ব্যবহার করতে পারবেন না এমন নয়। আপনি চাইলে সেই ওয়ার্নিং ইগনোর করে সেই এক্সটেনশন কে ইন্সটল করতে পারবেন।

জেনে নিন : গুজব ঠেকাতে এবার Twitter নিয়ে এল Birdwatch, জেনে নিন কীভাবে কাজ করবে

এই ফিচারের সাথেই সাথে এবার থেকে কোন রিস্ক যুক্ত মিডিয়া অথবা ফাইল ডাউনলোড করতে গেলেও গুগল ক্রোম আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে সেটা সেফ না সেফ নয়। এরই মধ্যে কোন আংশিক আনসেফ কন্টেন্ট যদি আপনি ডাউনলোড করতে চান। তাহলে এই নোটিফিকেশন দিয়ে আপনাকে এই কনটেন্টকে আরও স্ক্যানের জন্য পাঠাতে অনুরোধ করা হবে। 

সেখানে যদি এই কনটেন্টকে আনসেফ পাওয়া যায় তাহলে আপনাকে তৎক্ষণাৎ ওয়ার্নিং দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে এর আগের ফিচারের মতই এই নোটিফিকেশন কেও আপনি ইগনোর করে আপনার কন্টেন্ট ডাউনলোড করাতে অগ্রসর হতে পারবেন।