ফাঁস হয়ে গেল Realme GT Flash স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন্স, চমকের শেষ নেই, এক নজরে দেখেনিন বিস্তারিত

Realme GT Flash MagDart ShresthoTech

Realme একের পর এক অসাধারণ সমস্ত স্মার্টফোন আমাদের সামনে এনে হাজির করছে। সম্প্রতি Realme MagDart ইভেন্টে জানা গেল Realme GT Flash স্মার্টফোনের কথা। এটিই প্রথম স্মার্টফোন যা এই MagDart এর ম্যাগনেটিক চারজিং টেকনোলজি সাপোর্ট করবে। ইতিমধ্যেই Tipster Abhishek Yadav টুইটের মাধ্যমে স্মার্টফোন সম্পর্কে বেশকিছু স্পেসিফিকেশন্স টিজ করেছেন। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনের মধ্যে কেমন স্পেসিফিকেশন্স থাকতে পারে তা সম্পর্কে বিস্তারিত।  

Realme GT Flash সম্ভাব্য স্পেসিফিকেশনস

এই স্মার্টফোনটি মধ্যে রয়েছে 6.7-inch E4 sAMOLED Display। যার ডিসপ্লে QHD+ রেজুলেশন বিশিষ্ট। একই সাথে স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 120Hz Refresh Rate। অর্থাৎ এই কথা নিশ্চিত যে স্মার্টফোনটি স্মুথলি কাজ করবে। প্রসেসর হিসাবে স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে Snapdragon 888 Plus Chipset। এছাড়াও স্মার্টফোনটি LPDDR5 RAM দ্বারা চালিত এবং UFS 3.1 স্টোরেজ সম্পন্ন।

জেনেনিন : 6000 টাকা দাম কমে গেল 7000mAh ব্যাটারি যুক্ত Samsung Galaxy F62 স্মার্টফোনের, সাথে থাকছে আরও অফার, এখুনি জেনেনিন

অন্যদিকে স্মার্টফোনের মধ্যে ক্যামেরা হিসেবে রয়েছে, OIS যুক্ত 50MP Sony IMX766 Primary Sensor, 50MP IMX766 Camera এবং 2MP Sensor। একই সাথে পাবেন 32MP সেলফি ক্যামেরা। স্মার্টফোনের মধ্যে রয়েছে 4,500mAh অসাধারণ ব্যাটারি। এছাড়াও পাবেন 50W MagDart Wireless Charging এবং 65W Wired ফাস্ট চারজিং সুবিধা। একই সঙ্গে পাবেন NFC, Linear Motor এবং Dual Speakers।

আশ্চর্যের ব্যাপার এটাই যে, MagDart কে সমর্থন করার জন্যই যেন স্মার্টফোনটিডিজাইন করা হয়েছে। স্মার্টফোনের দাম কত হবে এবং কবে আমাদের দেশে উপলব্ধ হবে সে নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এখন দেখার বিষয় স্মার্টফোনটির লঞ্চ Date সংস্থার তরফ থেকে কবে জানানো হয়। একই সাথে আমরা কেমন ভেরিয়েন্ট স্মার্টফোনটি পাবো তা সকলের নজরে রয়েছে।

নতুন এই Realme GT Flash স্মার্টফোন সম্বন্ধে আপনি কি ভাবছেন? তা আমাদের জানাতে ভুলবেন না।