6000 টাকা দাম কমে গেল 7000mAh ব্যাটারি যুক্ত Samsung Galaxy F62 স্মার্টফোনের, সাথে থাকছে আরও অফার, এখুনি জেনেনিন

samsung galaxy f62 bangla specs

7000mAh ব্যাটারি সহ Samsung Galaxy F62 লঞ্চ হয়েছিল এই বছরেরই প্রথম দিকে। আর এই স্মার্টফোনের দাম এবার 6,000 টাকা কমে গেলো। অর্থাত্ দাম এখন শুরু হচ্ছে মাত্র 17,999 টাকা থেকে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

দাম কমে গেল Samsung Galaxy F62 স্মার্টফোনের

Samsung Galaxy F62 এখন মাত্র 17,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দাম স্মার্টফোনটির 6 GB ভেরিয়েন্টের জন্য। আপনি যদি আর 8 GB ভেরিয়েন্ট নিতে চান তার জন্য আপনাকে দিতে হবে 19,999 টাকা। 

তবে তার সাথে আপনি যদি স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে ICICI ব্যাংকের কার্ডে আপনি আরও 2,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এই কার্ডেই ফ্লিপকার্টে আপনি 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন।

নিঃসন্দেহে আপনি যদি এই স্মার্টফোনটি নিতে চাইছেন তাহলে দারুন সুন্দর সুবিধা এসে গেছে এটা আপনার জন্য। তবে এই প্রাইস কাট পার্মানেন্ট, নাকি লিমিটেড টাইমের জন্য সেটা এখনও বোঝা সম্ভব হয়নি।

Samsung Galaxy F62 স্মার্টফোন স্পেসিফিকেশন্স

 Samsung Galaxy F62 স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 6.7 ইঞ্চ sAMOLED স্ক্রিন। তারই সাথে ব্যাটারি হিসাবে পাবেন 7000mAh এর ম্যাসিভ ব্যাটারি। পাবেন 25W USB Type C Fast চার্জার। 

জেনেনিন : Vivo চুপিচুপি লঞ্চ করে দিল VIVO Y12G স্মার্টফোনটি, 5000mAh ব্যাটারি, Qualcomm Snapdragon 439 রয়েছে, জেনে নিন এর সমস্ত স্পেসিফিকেশনস, দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে

ক্যামেরা কথা বলতে গেলে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। যার প্রাইমারি সেন্সর 64 MP। 5MP ডেপথ সেন্সর, 12MP Ultra Wide ও 5MP ম্যাক্রো ক্যামেরা পাবেন। 32 MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়া যাবে স্যামসাং এর নিজস্ব Exynos 9825 SoC। 

দুটো ভেরিয়েন্ট পাবেন এই স্মার্টফোনের। একটা 6GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজের সাথে। আর তার সাথে অপরটা 8 GB RAM ও 256 GB ইন্টারনাল স্টোরেজের সাথে। রয়েছে 2টি সিম কার্ড স্লট ও ডেডিকেটেড মাইক্রো SD Card স্লট।