5000mAh ব্যাটারির সাথে খুবই কম দামে Realme C25Y প্রি-বুক করতে পারবেন আজ থেকেই, তার আগেই বিস্তারিত জেনেনিন এখানে

Realme C25Y
Realme C25Y Pre-book Starts Today (Image : Realme India)

Realme C25Y এন্ট্রি লেভেলের স্মার্টফোন আজ থেকেই বুকিং এর জন্য এভেলেবেল হতে চলেছে। এর মধ্যেও ভালো রকমের চমক রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Realme C25Y স্পেসিফিকেশনস 

Realme C25Y-এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের উপর রয়েছে ওয়াটার ড্রপ নচ। আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর Unisoc T610 প্রসেসর। 4 GB RAM এবং 128 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজে রাখা হয়েছে। স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে অ্যাডিশনাল মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে। 

ক্যামেরা হিসেবে রিয়েলমি Realme C25Y এর মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তারই সাথে রয়েছে 2 মেগাপিক্সেল এর মাইক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল এর Black-and-White ক্যামেরা। রয়েছে 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরাও।  

জেনেনিন : চমক নিয়ে আসছে Amazon Great Indian Festival সেল, পাওয়া যাবেন অসাধারণ ডিসকাউন্ট, কেনার আগেই জেনেনিন বিস্তারিত

ব্যাটারি পাওয়া যাবে 5000mAh এর। রয়েছে 18W এর কুইক চার্জ সাপোর্ট। তারই সাথে পাওয়া যাবে 3.5mm হেডফোন জ্যাক। ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ইত্যাদি সাপোর্ট সুবিধা তো থাকছেই। রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Realme C25Y এর দাম 

Realme C25Y এর দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। 4 GB RAM এবং 64 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর এই দাম রাখা হয়েছে। আর আপনি যদি 4 GB  RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ নেন তার জন্য আপনাকে খরচ করতে হবে 11,999 টাকা। আজ প্রি-বুক করতে পারবেন শুধুমাত্র এই 4 GB  RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টিই। 

আজ থেকে Realme C25Y এর বুকিং শুরু হচ্ছে। এবং প্রথম সেল শুরু হবে সেপ্টেম্বরের 27 তারিখ থেকে। আজ দুপুর 12 টা থেকে প্রি-বুক করতে পারবেন ফ্লিপকার্ট এবং রিয়েলমির অনলাইন স্টোর থেকে।