লঞ্চ হয়ে গেল OPPO A16 স্মার্টফোনটি, MediaTek Helio G35 প্রসেসরের সাথে 5000mAh ব্যাটারি, জেনে নিন সমস্ত স্পেসিফিকেশনস ও দাম

OPPO A16
OPPO A16 Launched (Image : OPPO)

আজই OPPO লঞ্চ করে দিল তাদের OPPO A16 স্মার্টফোনটি। বাজেট রেঞ্জের এই স্মার্টফোনে পাওয়া যাবে 5000mAh ব্যাটারি। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন্স ও দাম। তারই সাথে জেনে নেবো এর সেল ডেটও। 

OPPO A16-এর স্পেসিফিকেশন্স

OPPO A16-এর মধ্যে রয়েছে 6.52 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। রয়েছে Eye Care মোড। যা চোখের উপর স্ট্রেস কমাবে। রয়েছে Black Screen মোডও।স্মার্টফোনটির ক্যামেরা হিসাবে রয়েছে ট্রিপল ক্যামেরা (Triple Camera) সেটআপ। যার মধ্যে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়া যাবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। 

রয়েছে 5000mAh এর ব্যাটারি। খুব কম ব্যাটারি কনজামসানের জন্য রয়েছে Super Nighttime Standby Mode। 4GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ এর সাথে পাওয়া যাবে MediaTek Helio G35 প্রসেসর।  

এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, ডুয়েল সিম সাপোর্ট ইত্যাদি সুবিধা তো থাকছেই। তারই সাথে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও IPX4 স্প্ল্যাশ রেসিস্টেন্স এর সুবিধা। স্মার্টফোনটি রান করছে Android 11 এর উপর বেস করে তৈরি ColorOS 11.1-এ। দুটি কালারের সাথে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। সেই দুটি হল- Crystal Black ও Pearl Blue। 

OPPO A16-এর দাম

4GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত এই OPPO A16-এর দাম রাখা হয়েছে 13,990 টাকা। অফলাইন রিটেইল স্টোর এবং অ্যামাজন অনলাইন স্টোর থেকে OPPO A16 স্মার্টফোনটি কিনতে পারা যাচ্ছে।