ফাঁস হয়ে গেল Realme 9i স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং লঞ্চ ডেট, এক নজরে জেনেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি Realme সংস্থা লঞ্চ করতে চলেছে Realme 9i স্মার্টফোন। ইতিমধ্যে ThePixel ও টিপস্টার Chun স্মার্টফোনের যাবতীয় স্পেসিফিকেশন্স ফাঁস করেছেন। সেখান থেকেই স্মার্টফোনের বেশ কিছু তথ্য জানা সম্ভব হয়েছে। যদিও এই স্মার্টফোনের অনেক তথ্যই এখনও অজানা। তবুও চলুন সর্বপ্রথম সস্মার্টফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন্স সমন্ধে জেনে নেওয়া যাক।

Realme 9i স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে FHD+ রেজুলিউশন বিশিষ্ট LCD Display। একই সাথে পাওয়া যাবে 90Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনটি 6nm LPP Process যুক্ত Octa-Core Qualcomm Snapdragon 680 4G Processor উপর নির্ভর করে পরিচালিত হবে। এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে 50MP Main Camera সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। বাকি সমস্ত ফিচার্স এখনো পর্যন্ত জানা যায়নি।

কোন কোন মডেল লঞ্চ হবে?

শোনা যাচ্ছে স্মার্টফোনটির 4 টি ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে। যার মধ্যে রয়েছে Realme 9i, Realme 9, Realme 9 Pro এবং Realme 9 Pro+ অথবা Pro Max মডেল। এবার লঞ্চ ডেটের দিকে নজর রাখা যাক।

জেনেনিন : মাত্র 30 টাকার খরচে গাড়ি চলবে 185 কিমি, এমনই হতবাক করা ইলেকট্রিক কার তৈরি করে চমকে দিয়েছেন মধ্যপ্রদেশের এক ছাত্র, পাওয়া যাবে মাথা খারাপ করা সুবিধা

Realme 9i স্মার্টফোনের লঞ্চ Date কবে?

সূত্র মারফত জানা গেছে স্মার্টফোনটি ভিয়েতনামে আগামী বছর অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসের দিকে লঞ্চ হতে পারে। ডিভাইসটির দাম এখনও সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়নি। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সমন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।