নভেম্বর মাসেই লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন, এক নজরে জেনেনিন কেমন চমক রয়েছে

November Smartphone Launch

এই মাসেই লঞ্চ হবে বেশ কিছু অসাধারণ স্মার্টফোন। এমনই চাঞ্চল্যকর তথ্য সূত্র মারফত জানতে পেরেছি আমরা। জানা গেছে Poco, ASUS, Lava, Oppo, Vivo সহ প্রভৃতি স্মার্টফোন নির্মাতা সংস্থা তাদের নতুন স্মার্টফোনগুলো নভেম্বর মাসেই গ্রাহকদের সামনে আনবে। এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

নভেম্বর মাসে কোন কোন স্মার্টফোন লঞ্চ হবে?

দেখে নেওয়া যাক কোন কোন স্মার্টফোন লঞ্চ হবে আর তাদের সম্ভাব্য স্পেসিফিকেশন্স। 

Poco M4 Pro

আগামী 9-ই নভেম্বর লঞ্চ হতে চলেছে Poco M4 Pro স্মার্টফোন। এটি Redmi Note 11 5G স্মার্টফোনের রিব্র্যান্ড হিসাবে দেখতে পাবো আমরা। এর মধ্যে রয়েছে 90Hz Refresh Rate যুক্ত 6.6-Inch IPS LCD Screen। একই সঙ্গে জড়িত রয়েছে MediaTek Dimensity 810 SoC। ক্যামেরা হিসেবে থাকছে 50MP + 8MP Dual-Camera এবং 16MP Selfie Camera।

Lava AGNI 5G

পরবর্তী এই স্মার্টফোনের মধ্যে থাকছে 90Hz Punch-Hole Display। স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Dimensity 810 SoC। এটি Android 11 দ্বারা পরিচালিত হবে। আরো থাকছে 64MP বিশিষ্ট ট্রিপল ক্যামেরা ফিচার এবং 5,000mAh ব্যাটারি। জানা গেছে এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্মার্টফোনটি লঞ্চ হতে পারে।

ASUS Zenfone 8/ASUS 8Z

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ASUS 8Z স্মার্টফোন। এই ডিভাইসের মধ্যে আপনি পেয়ে যাবেন 5.9-Inch FHD+ Display। একই সঙ্গে পাবেন Qualcomm Snapdragon 888 SoC। স্টোরেজ হিসাবে থাকতে পারে 16GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। আরো পাবেন 64MP + 12MP Dual-Camera। 

Google Pixel 5a

এই স্মার্টফোনের মধ্যে থাকছে 6.34-Inch OLED Display। একই সঙ্গে রয়েছে 90Hz Refresh Rate। আরও পাবেন 6GB RAM এবং 128GB স্টোরেজ বিশিষ্ট Snapdragon 765 SoC। এরই পাশাপাশি ইনক্লুড থাকছে 12.2MP + 16MP Dual-Camera সহিত 8MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও পাবেন 4,680mAh ব্যাটারি যা 18W ফাস্ট চার্জিং সমর্থন যোগ্য।

জেনেনিন : আসছে Electric Vehicle এর জন্য সুটকেস সাইজের পাওয়ার ব্যাংক, নাম ZipCharge Go, ইলেক্ট্রিক গাড়ির চার্জ শেষ হলেও চিন্তা নেই

iQOO 8 Pro

ইতোমধ্যে স্মার্টফোনটি চীনে মুক্তি পেয়েছে। স্মার্টফোনের মধ্যে থাকছে 6.78-Inch Samsung E5 AMOLED Display। একই সঙ্গে পাবেন Qualcomm Snapdragon 888+ Chipset। স্টোরেজ হিসেবে উপস্থিত থাকছে 12GB LPDDR5 RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ।

আরও পাবেন 50MP + 48MP + 16MP ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সঙ্গে যুক্ত রয়েছে 16MP সেলফি তোলার সুযোগ। এখানেই শেষ নয় পাবেন 4,500mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং এর সুবিধা। এই মাসের মাঝামাঝি দিকে স্মার্টফোনটি লঞ্চ হতে পারে।

Vivo V23e

পরবর্তী এই স্মার্টফোনটিতে থাকছে Dew-Drop Notch Display। একই সাথে রয়েছে MediaTek Helio A22 Processor। আরও পাবেন 64MP Primary Camera এবং 50MP Selfie Camera। এছাড়া যুক্ত থাকছে 44W ফাস্ট চার্জিং যুক্ত 4,030mAh ব্যাটারি। 

Oppo A95

এই মাসে সম্ভাব্য লঞ্চ হওয়া সর্বশেষ স্মার্টফোন হিসেবে আমাদের তালিকায় থাকছে Oppo A95 স্মার্টফোন। এর মধ্যে রয়েছে বড় Punch-Hole Display। একই সাথে রয়েছে 48MP বিশিষ্ট ট্রিপল ক্যামেরা। এরই পাশাপাশি থাকছে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জার। 

এই ছিলো আমাদের আজকের তালিকার বেশ কিছু অসাধারণ স্মার্টফোন। কোন স্মার্টফোনটি আপনার সবথেকে বেশি আকর্ষনীয় লেগেছে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। স্মার্টফোন গুলো লঞ্চ মাত্রই তাদের সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দেবো আমরা।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।