খারাপ খবর! Mobile Recharge করতে গেলে দিতে হবে এক্সট্রা টাকা, PhonePe-র এই সিদ্ধান্তে হতবাক সকলেই

PhonePe ShresthoTech

ডিজিটাল পেমেন্ট সার্ভিস PhonePe তাদের নতুন এক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সম্প্রতি। জানা যাচ্ছে এবার থেকে ফোনপে-র মাধ্যমে মোবাইলে রিচার্জ করলে তার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। ফোনপে-র এই সিদ্ধান্তে হতাশ সকলেই।

এবার থেকে PhonePe-র মাধ্যমে রিচার্জ করতে হলে দিতে হবে এক্সট্রা টাকা 

ভারতের অত্যধিক জনপ্রিয় পেমেন্ট প্লাটফর্ম গুলোর মধ্যেই ফোনপে-র নাম চলে আসে। সেখানে ইলেকট্রিক বিল পেমেন্ট থেকে শুরু করে ইউপিআই ট্রানজাকশন, খুব দ্রুত মোবাইল রিচার্জ করে নেওয়া বা ব্যালেন্স ট্রান্সফারের মতো কাজ দ্রুত মিটিয়ে নেওয়া যায়। তার জন্যই এই জনপ্রিয়তা অত্যধিক রকমের বেশি। তবে এবার ফোনপে-ই এক অদ্ভুত রকমের সিদ্ধান্ত নিয়েছে। জানানো হচ্ছে মোবাইল রিচার্জ করার জন্য ফোনপে এবার এক্সট্রা চার্জ করবে। 

কত টাকা দিতে হবে আপনাকে?

জানা যাচ্ছে ফোনপে ব্যবহার করে মোবাইল রিচার্জ করা হলে 50 টাকা পর্যন্ত রিচার্জ প্রাইসে কোন রকম ট্রানজেকশন ফি লাগবে না। তবে 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত রিচার্জ প্রাইসে আপনাকে 1 টাকা ট্রানজেকশন চার্জ দিতে হবে। আর 101 টাকার বেশি রিচার্জ প্রাইসে 2 টাকা চার্জ দিতে হবে। 

জেনেনিন : PUBG New State-কবে আসছে? জেনেনিন অফিসিয়াল রিলিজ ডেট ও দেখেনিন মাথা খারাপ করে দেওয়া ট্রেলার

এই নতুন নিয়ম উপনীত করার মধ্য দিয়েই ফোনপে দেশের মধ্যে প্রথম এমন পেমেন্ট প্লাটফর্ম হয়ে গেল যারা এই ধরণের ট্রানজেকশন ফি নিচ্ছে। তবে তারা এটাও জানাতে ভোলেননি যে রিচার্জ বাদে অন্যান্য ট্রানজাকশন এর ক্ষেত্রে এক্সট্রা কোন চার্জ নেওয়া হবে না। সেগুলো যেমন ছিল তেমন ফ্রিই থাকবে। 

রিচার্জ করার জন্য এই যে এক্সট্রা টাকা নেওয়া PhonePe শুরু করে দিল তা আবার অন্যান্য ইউপিআই প্লাটফর্ম বা ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম গুলি ফলো করে কিনা তার দিকেও লক্ষ্য থাকবে আমাদের। তবে PhonePe-র এই সিদ্ধান্তে আপনার কি মতামত? অবশ্যই জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।