OPPO A55 স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম, সেল Date এবং ডিসকাউন্ট অফার

oppo a55 launched specifications price offer

সম্প্রতি OPPO সংস্থার তরফ থেকে ভারতের বাজারে লঞ্চ করে দেওয়া হলো আরও এক নতুন স্মার্টফোন। এটি OPPO A55 স্মার্টফোন। সংস্থার তরফ থেকে স্মার্টফোনটির যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। চলুন সেদিকে নজর রাখা যাক।

OPPO A55 স্মার্টফোন স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 1600 x 720 Pixel রেজোলিউশন যুক্ত 6.51 Inch HD+ 8-bit Display। একই সাথে রয়েছে 60Hz Refresh Rate, 120Hz Touch Sampling Rate, 16.7 Million Colour এবং 65% NTSC Colour Gamut। এছাড়াও থাকছে 550 nits Peak Brightness। জানা গেছে এ স্মার্টফোনটি ColorOS 11.1 Based Android 11 দ্বারা পরিচালিত হবে।

স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে MediaTek Helio G35 SoC। যার Octa-Core CPU Clocked স্পীড 2.3GHz। আরও পাবেন 680 MHz Clocked বিশিষ্ট IMG GE8320 GPU। স্টোরেজ হিসাবে আপনি সর্বোচ্চ পেয়ে যাবেন 6GB LPDDR4X RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। প্রয়োজনে আপনি microSD Card ব্যবহার করে 256GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। 

এছাড়াও থাকছে USB OTG সাপোর্ট। এরই পাশাপাশি রয়েছে LED ফ্ল্যাশ যুক্ত ট্রিপল ক্যামেরা ফিচারস। যেখানে থাকছে 50MP Main Camera, 2MP Macro Camera এবং 2MP Monochrome Sensor। একই সাথে পেয়ে যাবেন 16MP ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনের মধ্যে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং ফিচারস। 

এখানেই শেষ নয় আরও পাবেন Dual Sim, 4G LTE, Dual-Band Wi-Fi, Wi-Fi 5, Bluetooth 5.0, GPS এবং 3.5mm Headphone Jack। একইসাথে ইনক্লুড রয়েছে Side-Mounted Fingerprint Scanner এবং IPX4 Splash & Dust Proofing সিস্টেম। এমন অসাধারন ফিচারস যুক্ত করবার পর স্মার্টফোনটির ওজন দাড়িয়েছে 193 গ্রাম। 

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটি দুটো ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। এর 4GB+64GB মডেল এর জন্য আপনাকে দিতে হবে 15,490 টাকা। একই সাথে 6GB+128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 17,490 টাকা। স্মার্টফোনটি Starry Black এবং Rainbow Blue কালার অপশনে উপলব্ধ রয়েছে।

জেনেনিন : কোয়াড ক্যামেরাসহ লঞ্চ হয়ে গেছে Redmi Note 10 Lite স্মার্টফোন, এর মধ্যে আর কি কি স্পেসিফিকেশন্স পাবেন জেনেনিন এখানে

সেল Date কবে?

স্মার্টফোনটির 4GB RAM ভেরিয়েন্টের প্রথম সেল শুরু হচ্ছে আগামী অক্টোবর মাসের 3 তারিখ থেকে। অন্যদিকে 6GB RAM মডেলটি 11 ই অক্টোবর থেকে পাওয়া যাবে। গ্রাহকরা তাদের পছন্দমত ভেরিয়েন্ট OPPO India Official Website, Amazon এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন।

ডিসকাউন্ট অফার কেমন রয়েছে?

ইতিমধ্যেই স্মার্টফোনটির Pre-Booking শুরু হয়ে গেছে। Amazon তরফ থেকে HDFC Bank Debit / Credit Card ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে 3,000 টাকা ছাড়। অন্যদিকে Kotak, Bank Of Baroda এবং Axis Bank গ্রাহকরা OPPO E-Store মাধ্যমে স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে পাবেন 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। 

এরই পাশাপাশি পাবেন Screen Replacement এবং No-Cost EMI সুবিধা। এমন অসাধারণ অফার থেকে নিজেকে বঞ্চিত করবেন না। একই সাথে কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোন? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।