এবার দাম বেড়ে গেল Oppo A54 এবং Oppo F19 স্মার্টফোনের, জেনেনিন বর্তমান দাম ও স্পেসিফিকেশন্স

oppo a54 f19 price hike current price specifications

Oppo A54 এবং Oppo F19 স্মার্টফোন ভারতে এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল। এবার লঞ্চের কয়েক মাসের মধ্যেই স্মার্টফোন গুলোর দাম সংস্থার তরফ থেকে পরিবর্তন করা হয়েছে। এখন Oppo-র এই স্মার্টফোন গুলো কিনতে গেলে আপনাকে দিতে হবে অতিরিক্ত মূল্য। চলুন জেনে নেওয়া যাক কত টাকা বৃদ্ধি পেলো স্মার্টফোনের দাম। 

Oppo A54, Oppo F19 নতুন দাম কত?

ভারতে Oppo A54 স্মার্টফোনের 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিলো 13,990 টাকা। কিন্তু বর্তমানে স্মার্টফোনের দাম বেড়ে হয়েছে 14,990 টাকা। একই সাথে 4GB + 128GB দাম ছিলো 14,990 টাকা কিন্তু এখন যার মূল্য 15,990 টাকা। এছাড়াও এর 6GB + 128GB স্টোরেজ অপশনের জন্য আপনাকে দিতে হবে 16,990 টাকা। অর্থাৎ উভয় ভেরিয়েন্টের দামই 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 

অন্যদিকে Oppo F19 স্মার্টফোনের 6GB + 128GB ভেরিয়েন্ট দাম ছিল 18,990 টাকা। কিন্তু এখন আপনাকে ভারতের বাজারে স্মার্টফোনটি কিনতে গেলে দিতে হবে 19,990 টাকা। চলুন এবার স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশনের ব্যাপারে জেনে নেওয়া যাক। 

জেনেনিন : Live Stream Recording থেকে Interactive Emoji- একগুচ্ছ নতুন ফিচার্স নিয়ে চলে এল Telegram, খুবই প্রয়োজনে লাগবে সকলেরই

Oppo A54 স্পেসিফিকেশন

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 720×1,600 Pixel রেজোলিউশন বিশিষ্ট 6.51-inch HD+LCD Display। এছাড়াও রয়েছে 20:9 Aspect Ratio। স্মার্টফোনের মধ্যে প্রসেসর হিসেবে রয়েছে Octa-Core MediaTek Helio P35 (MT6765V) SoC। এরই পাশাপাশি পেয়ে যাবেন 13MP Primary Sensor, 2MP Macro Shooter এবং 2MP Depth Camera।

এখানেই শেষ নয় আরও থাকছে 5,000mAh এবং 15W ফাস্ট চার্জিং সুবিধা। একই সাথে ইনক্লুড রয়েছে 4G, Wi-Fi, USB Type-C পোর্ট, 3.5mm Headphone Jack। সিকিউরিটি ফিচারস হিসাবে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

Oppo F19 স্পেসিফিকেশন

স্মার্টফোনটি Android 11 ColorOS 11.1 দ্বারা পরিচালিত। এই স্মার্টফোনের মধ্যে থাকছে 6.43-inch full-HD+ AMOLED Display। একই সাথে পাবেন Octa-Core Qualcomm Snapdragon 662 SoC। 

এছাড়াও ট্রিপল ক্যামেরা রয়েছে যেখানে পাবেন 48MP Primary Sensor, 2MP Depth Sensor এবং 2MP Macro Shooter। আরও পাবেন 16 MP সেলফি ক্যামেরা। স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জার সুবিধা। এখানেই শেষ নয় আরও থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, USB Type-C পোর্ট, 3.5mm Headphone Jack,   In-Display Fingerprint Sensor।