প্রকাশিত হল OnePlus 9RT স্মার্টফোনের লঞ্চ Date, একইসাথে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম

সম্প্রতি আরও এক অসাধারণ স্মার্টফোন পেতে চলেছি আমরা। আমরা জানি এই বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছিলো OnePlus 9R স্মার্টফোন। তারই আপগ্রেড ভার্সন হিসাবে লঞ্চ হতে চলেছে OnePlus 9RT স্মার্টফোন। ইতিমধ্যেই আমরা স্মার্টফোনটির লঞ্চ Date, সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন জানতে পেরেছি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

OnePlus 9RT স্মার্টফোনের লঞ্চ Date কবে?

OnePlus একটি পোস্টের মাধ্যমে টিজ করেছে আগামী 13 ই অক্টোবর ঠিক 7:30PM-এ স্মার্টফোনটি চিনে লঞ্চ হবে। চাইনিজ ওয়েবসাইট JD.com-এ স্মার্টফোনটি তালিকাভুক্ত হয়েছে। একই সাথে জানা গেছে খুব শীঘ্রই স্মার্টফোনটি ভারতের বাজারে উপলব্ধ হবে। তবে ভারতের বাজারে স্মার্টফোনটির প্রাপ্যতা নিয়ে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি সংস্থা। 

OnePlus 9RT দাম কত রাখা হয়েছে?

সম্ভাব্য চিনা দেশে স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। যার একটি ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে CNY 2,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 23,300 টাকা। অন্যদিকে অন্য একটি মডেলের দাম CNY 3,000 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে যা 34,900 টাকা। ইতিমধ্যেই Chinese E-Commerce সাইটে স্মার্টফোনটির Pre-Order শুরু হয়ে গেছে।

জেনেনিন : Airtel এর এই তিনটি প্রিপেড প্ল্যানের মাধ্যমে উপভোগ করতে পারবেন Men’s T20 World Cup, Airtel-এর কাস্টমার হলে মিস করবেন না

OnePlus 9RT স্পেসিফিকেশন কেমন হতে চলেছে?

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন Octa-Core Qualcomm Snapdragon 888 SoC। একই সাথে রয়েছে 50-Megapixel Sony IMX766 Camera। এছাড়াও স্মার্টফোনের মধ্যে সম্ভাব্য উপস্থিত রয়েছে E4 AMOLED Display। এরই পাশাপাশি আপনি পেয়ে যাবেন 120Hz Refresh Rate। 

স্মার্টফোনের ব্যাটারি হিসাবে আপনি পাবেন 4,500mAh Battery। এছাড়াও থাকছে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং Warp Flash Charge। স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত হতে চলেছে।