মাত্র 2,999 টাকায় Noise নিয়ে চলে এল তাদের ColorFit Brio স্মার্টওয়াচ, রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স

Noise ColorFit Brio Smartwatch
Noise ColorFit Brio Smartwatch Launched (Image : Noise)

আজকেই খুবই কম দামের মধ্যে Noise নিয়ে চলে এলো তাদের ColorFit Brio স্মার্টওয়াচ। হার্টরেট মনিটরিং থেকে শুরু করে SpO2 মনিটরিং, সমস্ত কিছুরই সুবিধা পাওয়া যাবে এই স্মার্টওয়াচে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচের সমস্ত স্পেসিফিকেশন্স এবং দাম। 

Noise ColorFit Brio Smartwatch স্পেসিফিকেশন্স

Noise ColorFit Brio স্মার্টওয়াচটির মধ্যে রয়েছে 1.52 ইঞ্চির TruView IPS LCD ডিসপ্লে। এর রেজোলিউশন 360X400। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার যেমন SpO2 মনিটরিং ও তার সাথে 24×7 হার্ট রেট মনিটরিংয়ের সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। রয়েছে 50 টি স্পোর্টস মোডস। আপনি যদি ফিটনেস এনথুজিয়াস্ট হন এবং ওয়র্কআউট করতে ভালোবাসেন, তাহলে এই স্পোর্টস মোডস গুলি আপনাকে খুবই সাহায্য করবে। 

স্মার্টওয়াচ থেকেই কল রিজেক্ট করতে পারা যাবে। পারে যাবে কুইক রিপ্লাই করতে। একটিভ করা যাবে DND Mode। পাওয়া যাবে জল পান করার জন্য রিমাইন্ডার এবং দূর থেকে আপনি আপনার ক্যামেরাও কন্ট্রোল করতে পারবেন এই স্মার্টওয়াচের সাহায্যেই। 

জেনেনিন : এই ডিভাইস গুলিতে WhatsApp বন্ধ হতে চলেছে শীঘ্রই, আপনি আছেন নাকি সেই তালিকায়?

শুধুমাত্র এখানেই থেমে থাকছে না স্মার্টওয়াচের স্পেসিফিকেশন্স, এর মধ্যে রয়েছে IP68 ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেনসির সুবিধা। ব্যাটারি হিসাবে এই স্মার্টওয়াচে রয়েছে 190mAh এর ব্যাটারি। একবার ফুল চার্জে 10 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে এই স্মার্টওয়াচ। ফুল চার্জ হতে সময় লাগে মাত্র দুই ঘন্টা মতো। স্মার্ট ওয়াচটি সাপোর্ট করে Bluetooth v.5 কে। আর এরমধ্যে অ্যাপেল হেলথ, গুগোল ফিট, এলার্ম, স্টপ ওয়াচ ইত্যাদি তো রোয়েইছে। 

Noise ColorFit Brio স্মার্টওয়াচ এর দাম 

Noise ColorFit Brio স্মার্টওয়াচ টির দাম রাখা হয়েছে মাত্র 2,999 টাকা। তিনটি কালারের সাথে স্মার্টওয়াচটি এভেলেবেল রয়েছে সেগুলি হল ব্ল্যাক, গ্রে এবং পিঙ্ক। কিনতে পারা যাবে নয়েজের অফিশিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে। ফ্লিপকার্টে এই স্মার্টওয়াচটি কিনলে বেশ ভালোরকম ডিসকাউন্ট পাওয়া যাবে। পেয়ে যেতে পারেন 10% পর্যন্ত ডিসকাউন্ট এর সুবিধা। রয়েছে নো কস্ট ইএমআই সুবিধাও। 

মাত্র 2,999 টাকায় এই স্মার্টওয়াচ কড়া টক্কর দেবে Realme Band 2 এবং Mi Band 6-এর সাথে। কেমন লাগলো স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।