শুরু হয়ে গেছে Amazon Prime Day Sale। আর এই সেলের অসাধারণ কিছু ডিসকাউন্ট এর ব্যাপারে আমরা আগেও জানিয়েছিলাম। আপনি যদি এখনও Amazon Prime Member না হয়ে থাকেন তাহলে এইভাবে ফ্রিতে প্রাইম মেম্বার হতে পারবেন। এবার আপনি যদি হালকা এবং পাতলা আর তারই সাথে ভালো পারফর্মেন্স যুক্ত স্মার্টফোন নিতে চান তাহলে Mi 11 Lite এই সেলে পেয়ে যাবেন দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে।
Mi 11 Lite দাম এবং অফার্স
দুটি ভেরিয়েন্ট এই স্মার্টফোনে এভেলেবেল রয়েছে একটা 6GB-128GB এবং তার সাথে একটা 8GB-128GB। 6GB-128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 23,790 টাকা। তার সাথে 8GB-128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 24,490 টাকা।
তবে এই Amazon Prime Day Sale উপলক্ষে আপনি এই স্মার্টফোনের 8GB-128GB ভেরিয়েন্ট এ পেয়ে যাবেন দারুন অফার। No Cost EMI সুবিধা নিয়ে প্রতি মাসে মাত্র 1,153 টাকায় আপনি পেয়ে যাবেন স্মার্টফোনটি। পেয়ে যাবেন 19,250 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আপনার কাছে যদি পুরনো স্মার্টফোন থাকে তার পরিবর্তে আপনি এই স্মার্টফোনটি নিয়ে নিতে পারবেন আপনি। অর্থাৎ স্মার্টফোন টি আপনি তখন পেয়ে যেতে পারেন মাত্র 5,240 টাকাতে।
এছাড়াও HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি 1250 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ পাচ্ছেন দুর্দান্ত অফার।
Mi 11 Lite-এর স্পেসিফিকেশনস
Mi 11 Lite-এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। পাওয়া যাবে 90 Hz এর রিফ্রেশ রেট ও 240 Hz এর টাচ স্যাম্পলিং রেট। আছে 4,250 mAh এর ব্যাটারি ও 33W এর ফাস্ট চার্জার। ক্যামেরা হিসাবে এর মধ্যে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল টেলি ম্যাক্রো লেন্স রয়েছে। রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়া যাবে Qualcomm Snapdragon 732G প্রসেসর। আর থাকছে 8GB RAM ও 128GB স্টোরেজ ও 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে 512 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
স্মার্টফোনটি রান করে Android 11 এর উপর ভিত্তি করে Miui 12-এ। রয়েছে WiFi 6 ও Bluetooth 5.2 সাপোর্ট। পাওয়া যাবে ডুয়াল স্টিরিও স্পিকারস এবং Wired ও Wireless হেডফোনের ক্ষেত্রে Hi-Res অডিও সাপোর্ট। তাহলে দেরি কেন? এই স্মার্টফোন যদি আপনি কিনতে চান তাহলে এখুনি এই অফারের সুযোগ নিন।