26 শে জুলাই থেকে শুরু হচ্ছে Amazon Prime Day সেল এবং চলবে 27 শে জুলাই পর্যন্ত। আশা করি আপনি আগেই দেখে নিয়েছেন কিভাবে ফ্রিতে আমাজন প্রাইম মেম্বার হবেন। এর ফলে এই সেলে বিভিন্ন কেনাকাটায় পাবেন অসাধারণ ডিসকাউন্ট। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রোডাক্ট এর উপর পাবেন ডিসকাউন্ট।
Table of Contents
iQOO Z3
এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 6.58 ইঞ্চি সম্পন্ন FHD+ LCD Display। এটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এরই সাথে আপনি পেয়ে যাবেন Snapdragon 768G SoC। এটিতে আপনি পেয়ে যাবেন 4,400 mAh Battery এবং 55W এর ফাস্ট চার্জিং এর সুবিধা।
একইভাবে স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Quad Camera সেটআপ যেখানে 64 MP Rear Camera রয়েছে, Samsung ISOCELL GW3 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স ও 2 MP Depth Sensor। এছাড়ারাও এটিতে আপনি পেয়ে যাবেন 16 MP Selfi Camera।
স্মার্টফোনটির 8GB+128GB-র দাম 24,990 টাকা কিন্তু বর্তমানে আপনি Amazon তরফ থেকে স্মার্টফোনটি পেয়ে যাবেন 20,990 টাকায়। অর্থাৎ পেয়ে যাবেন পুরো 4,000 টাকা ছাড়।
Samsung Galaxy M51
এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন sAMOLED+infinity O Display। একই সাথে পাবেন 64MP+12MP+5MP+5MP সেটআপ Quad Camera এবং 32 MP Selfi Camera। এছাড়াও স্মার্টফোনের মধ্যে রয়েছে 7000 mAh ব্যাটারি এবং 25W এর ফাস্ট চার্জিং এর সুবিধা।
জেনেনিন : Online Shopping করেন? এইভাবে ঠকে যাওয়া থেকে বাঁচুন, কষ্টার্জিত টাকা রক্ষা করুন
এর 6GB+128GB ভেরিয়েন্টের দাম 28,999 টাকা কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 19,999 টাকায়। অর্থাৎ পেয়ে যাচ্ছেন পুরো 9,000 টাকা ছাড়।
Redmi 9
এটি 6.53 inch Display যুক্ত অসাধারণ একটি স্মার্টফোন। এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন Helio G35 Processor। একই সাথে পাবেন 5000 mAh ব্যাটারি। Android 10 উপর নির্ভর করে এই স্মার্টফোনটি চালিত।
স্মার্টফোনটি 4GB+ 64GB ভেরিয়েন্ট এর দাম 10,999 টাকা। কিন্তু বর্তমানে এটা আপনি পেয়ে যাবেন 2000 টাকা ছাড়ে। অর্থাৎ এটির জন্য আপনাকে খরচ করতে হবে 8,999 টাকা।
Redmi (50) 4K Ultra HD Smart TV
এটি একটি 49.5 Inch যুক্ত Android Smart LED TV। এটিতে আপনি পেয়ে যাবেন অপটিক্যাল পোর্ট, USB পোর্ট, 3.5mm Audio Port। এটির দাম 44,999 টাকা কিন্তু বর্তমানে এটা আপনি 6000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ এটির জন্য আপনাকে খরচ করতে হবে 38,999 টাকা।
জেনেনিন : Ola Electric Scooter সম্পর্কে এই বিষয় গুলি জানেন কি? থাকবে দারুন চমক
এখানেই শেষ নয় আরও পাবেন, Wow Deals যেখানে সেল চলাকালীন 4PM থেকে 6PM সময়ের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট এর উপর পাবেন অসাধারণ ডিসকাউন্ট। একই সাথে রয়েছে Appliances, Television, Daily Essential, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট এর উপর হিউজ ডিসকাউন্ট।
কোন কার্ডে অতিরিক্ত ছাড় রয়েছে?
আপনি যদি একজন HDFC ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনি পাবেন অতিরিক্ত ছাড়। HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের ক্ষেত্রে যেকোনো কেনাকাটায় আপনি পেয়ে যাবেন 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এমন অসাধারণ অফার হাত ছাড়া করবেন না। অবশ্যই আপনার প্রয়োজনীয় কেনাকাটা এই সেলে করে নিন। আর আপনার কষ্টার্জিত টাকা বাঁচান।