বিরাট কোহলি Instagram-এ একটি পোস্টের জন্য কত টাকা চার্জ করেন জানেন কী? জানলে এখনই আপনি চমকে উঠবেন

সদ্য প্রকাশিত 2021 সালের হপার ইনস্টাগ্রাম ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী 19 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। একই সঙ্গে সর্বোচ্চ র‌্যাঙ্কযুক্ত ভারতীয় হিসাবে সকল ব্যক্তিদের টেক্কা দিয়ে প্রথম স্থান অর্জন করেছেন কিং কোহলি। আজকে আমরা জেনে নেবো এই লিজেন্ড ক্রিকেটার ইনস্টাগ্রাম প্রতি পোস্ট পিছু কত টাকা ধার্য করেন।

বিরাট কোহলি Instagram-এ প্রতি পোস্টের জন্য কত টাকা চার্জ করেন?

ভারতীয় টেস্ট দলের এখনো পর্যন্ত সবথেকে সফলতম অধিনায়ক বিরাট কোহলি শুধু দেশের ক্ষেত্রে নয়, বিশ্বের ধনী সেলিব্রিটি হিসেবেও আখ্যা পেয়েছেন তিনি। তবে রানমেশিন কোহলি শুধুমাত্র ক্রিকেট থেকেই অর্থ উপার্জন করেন না। বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ প্রচারমূলক পোস্টের ম্যাধমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন।

জেনেনিন : রিলায়েন্স জিও নিয়ে এল দৈনিক 2.5GB ডেটা সহ নতুন প্রিপেইড প্ল্যান, এখনই দেখেনিন কেমন বেনিফিট পাওয়া যাবে

সূত্র মারফত জানা গেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের প্রমোশনাল পোষ্টের জন্য কোহলি মোটা অঙ্কের টাকা চার্জ করেন। প্রতিটি পোস্টের জন্য বিরাট কোহলি নেন $680,000 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে প্রায় ৫ কোটি টাকারও বেশি। যদিও সর্বোচ্চ স্থানে রয়েছে Cristiano Ronaldo। যিনি নেন $1,604,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 11,91,41,110.00 টাকা।

বিরাট কোহলির ইনস্টাগ্রাম ফলোয়ার্স কত?

এই আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে জনপ্রিয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির ফ্যান রয়েছে 177 Million। যা থেকে পরিষ্কার বোঝা যায় তিনি কত জনপ্রিয় একজন। এছাড়াও বিসিসিআই বোর্ডের চুক্তির তালিকায় A+ গ্রেডের তালিকায় রয়েছেন তিনি। একই সঙ্গে কোহলি 2021 সালের Yahoo-এর তালিকার সর্বাধিক অনুসন্ধান করা ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন।

ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা এখন আর নতুন কিছু নয়। তবে বিরাট কোহলির ক্ষেত্রে সেই টাকা ইনকাম যে এই লেভেলেরই হবে তা আর বলে দিতে হয় না। এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।