স্মার্ট চশমা : Touch কন্ট্রোল সুবিধা সহ লঞ্চ হয়ে গেল Titan EyeX Smart Glasses, দেখেনিন এর দুর্দান্ত স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

সম্প্রতি ভারতের বাজারে Titan Eye+ লঞ্চ করে দিল প্রথম স্মার্ট চশমা। অসাধারণ স্পেসিফিকেশন্স-এর সাথে সজ্জিত রয়েছে এই স্মার্টগ্লাস। ইতিমধ্যেই প্রোডাক্টটির কালার ভেরিয়েন্ট, দাম এবং সেল ডেট জানতে পেরেছি আমরা। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু। 

Titan EyeX Smart Glass স্পেসিফিকেশন্স কেমন?

এর মধ্যে ইনক্লুড রয়েছে Qualcomm Processor। একই সাথে থাকছে True Wireless Stereo ফিচার্স। যার সাহায্যে মিউজিক উপভোগ করা যাবে। এছাড়াও কানের কাছাকাছি চশমাটির মধ্যে থাকছে ওপেন স্পিকার যা ভয়েস দ্বারা নেভিগেশন এবং নোটিফিকেশনের আপডেট পাঠায়। 

এটি Android এবং iOS- ব্যবহারকারীরা নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। থাকছে Bluetooth v5 কানেক্টিভিটি সিস্টেম। একই সঙ্গে পাবেন CVC টেকনোলজি এবং ডায়নামিক ভলিউম কন্ট্রোল সুবিধাও। যা শব্দের উপর নির্ভর করে ভলিউম মাত্রা কমতা-বাড়াতে পারে।

এখানেই শেষ নয়। রয়েছে Steps, Calories, Pedometer সহ বিভিন্ন ফিটনেস ট্রাকিং ফিচারস। যা রীতিমতো হতবাক করা ফিচার। তারই সাথে Play, Pause এবং Skip ট্যাচ কন্ট্রোল সুবিধা তো পাবেনই। এরমধ্যে থাকা ব্যাটারি সিঙ্গেল চার্জে 8 ঘণ্টার দীর্ঘ ব্যাটারি পারফরমেন্সে দেয়। সবশেষে থাকছে IP54 Dust & Water প্রটেকশন।

জেনেনিন : iPhone 14 আসছে বড় চমক নিয়ে! পরিবর্তন থাকছে এই সকল বিষয়ে

দাম কত রাখা হয়েছে?

Titan EyeX স্মার্টগ্লাসের ফ্রেমের দাম রাখা হয়েছে 9,999 টাকা। যদিও পুরো সেটআপের জন্য আপনাকে খরচ করতে হবে 11,198 টাকা। এটি শুধুমাত্র Black কালার অপশনে পাওয়া যাবে।

সেল Date কবে?

এটি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট বা Titan Eye+ রিটেলার স্টোর থেকে কিনতে পারা যাবে। 

কেমন লাগলো আপনার এই নতুন স্মার্ট গ্লাস? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!