ভারতের প্রথম মহিলা পাইলটকে Google Doodle এর মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছে গুগল, অনুপ্রেরণার আর এক নাম সরলা ঠকরাল

Google Doodle Sarala Thukral ShresthoTech

গুগল এর অফিশিয়াল হোমপেজে আজকের লোগোটি দেখেছেন? অবাক হয়েছেন তাই না? এই গুগল ডুডলে আজকে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি শাড়ি পরিহিতা। পরিধান করে রয়েছেন পাইলট গ্লাস এবং হেলমেট। তিনি বিমান চালিকা একজন। তারই সাথে দিগন্ত রেখায় ফুটে উঠেছে গুগলের লোগো। আজকের এই Google Doodle টি তৈরি করেছেন Vrinda Zaveri। 

আজকের এই গুগল ডুডলে যাকে আমরা দেখতে পাচ্ছি তার নাম সরলা ঠকরাল। আজ তার 107 তম জন্মবার্ষিকী এবং তিনিই প্রথম ভারতীয় মহিলা বিমান চালিকা। গুগল ডুডলের মাধ্যমে আজ তাকেই শ্রদ্ধা জানাচ্ছে Google। 

1914 সালে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার দিল্লিতে তিনি জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে তিনি লাহোরে চলে যান। মাত্র 21 বছর বয়সে তার স্বামীর দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি পাইলট ট্রেনিং নেওয়া শুরু করেন। তৎকালীন সময়ে এই পদক্ষেপ এক বিশাল ব্যাপার ছিল নিশ্চিতভাবেই বলা যায় সেটা।

জেনেনিন : হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নেওয়া যাবে Covid 19 ভ্যাকসিন সার্টিফিকেট! নতুন উদ্যোগ নিয়ে এল WhatsApp, এক্ষুনি জেনে নিন দারুন এই সুবিধার ব্যাপারে

ট্রাডিশনাল শাড়ি পড়েই তিনি পদার্পণ করেন ককপিটে। সেটা ছিল একটি ছোট্ট ডবল-উইংগেড প্লেন। আর বেড়িয়ে পড়েন প্রথম তার সোলো ফ্লাইটে। ইতিহাসের সূচনা হয় সেই দিনই। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি দেরি হয়নি। প্রশংসার বন্যা বইয়ে আসতে থাকে সবদিক থেকে। তার A লাইসেন্স গ্রহণ করার জন্য তিনি লাহোর ফ্লাইং ক্লাব থেকে 1,000 ঘন্টা ফ্লাইং টাইম কমপ্লিট করেন। এটাও একজন মহিলা হিসেবে প্রথম অর্জন তারই। 

পরবর্তীকালে তিনি কমার্শিয়াল পাইলট হওয়ার জন্য প্রস্তুতি শুরু করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার জন্য সেই প্রস্তুতিতে বাধা পড়ে। তার পরিবর্তে তিনি ফাইন আর্ট এবং পেইন্টিং শেখা শুরু করেন লাহোরের মেয়ো স্কুল অফ আর্টসে। যেটা এখন ন্যাশনাল কলেজ অব আর্টস নামে পরিচিত। পরবর্তীকালে তিনি দিল্লি তে ফিরে আসেন এবং পেইন্টিং এর উপরই সফল ক্যারিয়ার গড়ে তোলেন। 2008 সালের 15 মার্চ তিনি না ফেরার দেশের উড়ান ধরেন। তিনি আমাদের অনুপ্রেরণার জুগিয়ে যাবেন সর্বদাই।