Nothing Ear 1-এর Black Colour ভেরিয়েন্ট লঞ্চ হয়ে গেছে, এখুনি জেনেনিন বিস্তারিত

Nothing-Ear-1-Black-Edition

ভারতে লঞ্চ হওয়ার বেশ কয়েক মাস পরে অবশেষে নাথিং তাদের Ear 1-এর রিফ্রেশড ভার্সন নিয়ে এল। আর এইটা হচ্ছে তাদের ব্ল্যাক কালার ভেরিয়েন্ট। এতদিন পর্যন্ত শুধুমাত্র ট্রান্সপারেন্ট কালার অপশনেই এভেলেবেল ছিল সকল কাস্টমারদের জন্য। এবার এরই সাথে এসে গেল এই ব্ল্যাক কালার ভেরিয়েন্ট। দুর্দান্ত লেগেছে এই কালার ভেরিয়েন্ট আমাদের। চলুন দেখে নেওয়া যাক এই নতুন ব্ল্যাক কালার ভেরিয়েন্ট সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Nothing Ear 1-এর Black Colour ভেরিয়েন্টের দাম 

Nothing Ear 1-এর ব্ল্যাক এডিশন এর দাম আগের ট্রান্সপারেন্ট ভেরিয়েন্টের মতই। অর্থাৎ 6,999 টাকা। ডিসেম্বরের 13 তারিখ থেকে ফ্লিপকার্ট এর মাধ্যমে কিনতে পাওয়া যাবে এই প্রোডাক্টটি কে। ক্রিপ্টোকারেন্সির যুগে বেশ কয়েকটি দেশে এই প্রোডাক্টটিকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও কেনা যাবে। যার মধ্যে রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডিসি এবং ডজ কয়েন। তবে আমাদের দেশে এই সুবিধা উপলব্ধ নেই। চলুন দেখে নেওয়া যাক Nothing Ear 1-এর স্পেসিফিকেশনস, ফিচারস সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে। 

জেনেনিন : Reliance Jio নাকি Airtel, কে দিচ্ছে সস্তায় দৈনিক 2GB Data বেনিফিট? এক্ষুনি জেনেনিন, ঠকে যাবেন না

Nothing Ear 1-এর স্পেসিফিকেশন্স 

এর মধ্যে রয়েছে 11.6mm এর ডায়নামিক ড্রাইভারস, ব্লুটুথ 5.2-এর সাপোর্টও। পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন এর সুবিধা। থাকছে ট্রান্সপারেন্সি মোড। রয়েছে ইউএসবি টাইপ সি এবং Qi Wireless Charging এর সুবিধাও। ইয়ার পিস গুলিকে ব্যাটারি কেসে লাগিয়ে দিয়ে চার্জ দেওয়াও যাবে। 

প্রত্যেক ইয়ারপিস ফুল চার্জে 5 থেকে 7 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এবং চার্জিং কেস সমেত 34 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এমনকি USB Type-C ব্যবহার করে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। যেটা 10 মিনিটের চার্জে 8 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।