Reliance Jio নাকি Airtel, কে দিচ্ছে সস্তায় দৈনিক 2GB Data বেনিফিট? এক্ষুনি জেনেনিন, ঠকে যাবেন না

ইতিমধ্যেই বিভিন্ন টেলিকম সংস্থা তাদের প্রিপেইড প্ল্যানসের মূল্য 20-25% বাড়িয়ে দিয়েছে। যার ফলে আশাহত হয়েছেন সমস্ত ইউজাররাই। আজকের আর্টিকেলে আমরা জেনে নেবো Reliance Jio এবং Airtel সংস্থার দৈনিক 2GB ডেটা অফার প্রিপেইড প্ল্যানস গুলি। একই সাথে দেখবো কোন সংস্থা দিচ্ছে তুলনামূলক ভাবে কম খরচে বেশি সুবিধা।

Reliance Jio 2GB Data যুক্ত দৈনিক প্রিপেইড প্ল্যান কোনগুলি?

Jio-র প্রথমেই রয়েছে 299 টাকার প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানটির আগের দাম ছিল 249 টাকা৷ এর মধ্যে থাকছে আনলিমিটেড Voice Call-এর পাশাপাশি প্রতিদিন 100 টি SMS এবং প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুবিধা৷ প্ল্যানের বৈধতা রাখা হয়েছে 28 দিন।

পরবর্তী রিচার্জ প্ল্যানটি হল 533 টাকার প্ল্যান। যার আগের মূল্য ছিলো 444 টাকা৷ প্রিপেইড প্ল্যানের বৈধতা 56 দিন। এর মধ্যে আপনি পেয়ে যাবেন প্রতিদিন 2GB ডেটা, 100 টি SMS এবং সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল।

এছাড়াও 599 টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে 719 টাকা। অর্থাৎ 719 টাকার এই প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন 2GB ডেটা এবং প্রতিদিন 100 SMS উপভোগের সুযোগ। একই সাথে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা তো পাবেনই। প্ল্যানটির বৈধতা 84 দিন। 

সর্বশেষ প্রিপেইড প্ল্যান 2879 টাকার। এই প্ল্যানটির দাম আগে ছিল 2399 টাকা। এক্ষেত্রে রয়েছে 2GB দৈনিক ডেটা, প্রতিদিন 100 টি SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। রিচার্জ প্ল্যানের বৈধতা 365 দিন।

জেনেনিন : 5000mAh ব্যাটারি, 50 MP প্রাইমারি ক্যামেরা ও MediaTek Dimensity 810 প্রসেসর সহ লঞ্চ হয়ে গেল Redmi Note 11T 5G স্মার্টফোনটি, এখুনি জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম, সেল ডেট ও অফার

Airtel-এর 2GB Data যুক্ত দৈনিক প্রিপেইড প্ল্যানস কোনগুলি?

চলুন এবার Airtel কোম্পানির দৈনিক 2GB Data যুক্ত প্রিপেইড প্ল্যানসগুলি জেনে নেওয়া যাক। সর্বপ্রথম রয়েছে 359 টাকার প্ল্যান যার পূর্ববর্তী দাম ছিল 298 টাকা। 28 দিনের বৈধতা যুক্ত এই প্ল্যানে থাকছে প্রতিদিন 100 টি SMS, প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং বেনিফিট। 

একই সঙ্গে রয়েছে 549 টাকার প্ল্যান। প্ল্যানটির আগে 449 টাকা দাম ছিল৷ এই রিচার্জ প্ল্যানে ইউজার পেয়ে যাবেন প্রতিদিন 2GB ডেটা এবং প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুবিধা। আরও থাকছে আনলিমিটেড ভয়েস কলিং সুযোগ। প্ল্যানের বৈধতা 56 দিন।

এবার জেনে নেওয়া যাক 839 টাকার প্রিপেইড প্ল্যানের ব্যাপারে। এই প্ল্যানটির জন্য আগে খরচ করতে হতো 698 টাকা। এর মধ্যে পাওয়া আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 2GB ডেটা। এই সঙ্গে থাকছে 100 টি SMS প্রতিদিনের জন্য। প্ল্যানের বৈধতা 84 দিন।

এরপর রয়েছে 2498 টাকার প্ল্যান যার বর্তমান দাম বেড়ে হয়েছে 2999 টাকা। এটি একটি বার্ষিক রিচার্জ প্ল্যান। এক্ষেত্রে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা,100 টি SMS এবং প্রতিদিন 2GB ডেটা।

অর্থাৎ তুলনামূলকভাবে দেখতে গেলে Reliance Jio দিচ্ছে কম খরচে বেশি সুবিধা। কারণ আমরা যদি 28 দিনের বৈধতার প্ল্যান লক্ষ্য করি তবে সেখানে বেনিফিট এক থাকার সত্ত্বেও Airtel প্রিপেইড প্ল্যানের মূল্য বেশি। একইসাথে 56 দিনের, 84 দিনের এবং বার্ষিক প্ল্যানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে Airtel প্ল্যানের মূল্য অনেকটাই বেশি।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।