মাত্র 1,299 টাকায় দারুণ স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হয়ে গেল Boult ProBass ZCharge Wireless Neckband Earphones, এক নজরে দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট বিস্তারিত ভাবে

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল আরও একটি নতুন Earphones। সদ্য লঞ্চ হয়ে গেল Boult ProBass ZCharge Wireless Neckband Earphones। চলুন দেখে নেওয়া যাক খুঁটিনাটি বিস্তারিতভাবে। সর্বপ্রথম স্পেসিফিকেশন্স-এর দিকে নজর রাখা যাক।

Boult ProBass ZCharge Wireless Neckband Earphones স্পেসিফিকেশন্স

এই Earphones মধ্যে ইনক্লুড থাকছে 14.2mm Drivers। একই সাথে রয়েছে Aerospace-Grade Alloy Micro-Woofers যা অতিরিক্ত Bass প্রদান করে সাহায্য করে। এরই পাশাপাশি রয়েছে Bluetooth v5.2 কানেক্টিভিটি সুবিধাও। এছাড়াও পাওয়া যাবে Google Assistant এবং Siri Voice সিস্টেম সাপোর্ট। 

যেখানে ভয়েস কমান্ড ব্যবহার করে Calls, Music Tracks, Directions নির্ভাবনায় কন্ট্রোল করা যাবে। তারই সাথে IPX5 Sweat & Water Resistance এর সুবিধা তো পাবেনই। অর্থাৎ সামান্য ঘাম বা হালকা জলের ছিটেফোঁটাই এর কোনো রকম ক্ষতি হবে না। 

এতে ব্যবহৃত ব্যাটারি সিঙ্গেল চার্জে 40 ঘণ্টারও বেশি সময় ব্যাটারি পারফরমেন্সে দেয়। এছাড়াও মাত্র 10 মিনিট চার্জে 15 ঘন্টা অবধি মিউজিক প্লেব্যাকের সুবিধা প্রদান করে। চার্জিং জন্য রয়েছে USB Type-C পোর্ট। 

জেনেনিন : Flipkart-এ শুরু হতে চলেছে Big Bachat Dhamaal Sale, অসাধারণ সমস্ত প্রোডাক্টে রয়েছে হিউজ ডিসকাউন্ট, এই বিশেষ বিশেষ অফার গুলি একদমই মিস করবেন না

দাম কত রাখা হয়েছে?

সংস্থার তরফ থেকে ইন্ডিয়ান মার্কেটে Boult ProBass ZCharge দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রায় 1,299 টাকা। 

কিভাবে কিনবেন?

ডিভাইসটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon মাধ্যমে কিনতে পারা যাবে। এটি Blue, Black এবং Red এই 3 টি কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়াও থাকছে এক বছর Warranty। কেমন লাগলো আপনার এই Wireless Neckband Earphones? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!