Bluetooth Calling সুবিধা সহ লঞ্চ হয়ে গেল Portronics Kronos Y1 Smartwatch, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Portronics Kronos Y1 Smartwatch। চলুন দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন্স এবং দাম কেমন রয়েছে। 

Portronics Kronos Y1 স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টওয়াচের মধ্যে রয়েছে 240×280 Pixels রেজুলিউশন বিশিষ্ট 1.75-Inch HD Dynamic Display। এটি Android এবং iOS উভয় স্মার্টফোন ব্যবহারকারীরা Kronos App মাধ্যমে পরিচালনা করতে পারবেন। একই সাথে থাকছে 200 টিরও বেশি Customisable Watch Faces।

এছাড়াও রয়েছে 64MB ইন্টারনাল স্টোরেজ। স্মার্টওয়াচটির মধ্যে উপস্থিত রয়েছে স্পিকার এবং মাইক্রোফোন। যার সাহায্যে Bluetooth v5 কানেক্টিভিটি সুবিধার মাধ্যমে সহজেই Bluetooth Calling উপভোগ করা যাবে। তারই সাথে রয়েছে মিউজিক কন্ট্রোল করার সুবিধাও।

এখানে শেষ নয় থাকছে Heart Rate Monitoring, Blood Oxygen Monitoring, Blood Pressure Monitoring এবং Sleep Tracking ফিচার্স। আরও পাওয়া যাবে বিভিন্ন স্পোর্টস মোডস। যার মধ্যে রয়েছে Cycling, Walking, Basketball, Running, Swimming এবং Badminton Mode।

জেনেনিন : মাত্র 1,299 টাকায় দারুণ স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হয়ে গেল Boult ProBass ZCharge Wireless Neckband Earphones, এক নজরে দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট বিস্তারিত ভাবে

এরমধ্যে ইনক্লুড ব্যাটারি দীর্ঘ 7 দিনের ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। একই সাথে 15 দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ দেয়। একই সঙ্গে থাকছে IP67 প্রটেকশন। স্মার্টওয়াচ এর পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 165x70x28mm এবং 55 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

ইন্ডিয়ান মার্কেটে স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে 3,399 টাকা। যদিও আর্টিকেলটি লেখার সময় সংস্থার অফিশিয়াল পেজে প্রোডাক্টের দাম 100 টাকা বেশি দেখা যাচ্ছে। এছাড়াও Amazon তরফ থেকে এটি আপনি পেয়ে যাবেন 3,299 টাকাতে। 

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

স্মার্টওয়াচটি কেনার ক্ষেত্রে পাওয়া যাবে সম্পূর্ণ এক বছরের ওয়ারেন্টি। এটি Black এবং Grey এই দুটি কালার অপশনে দেখা গেছে। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টওয়াচ? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।