লঞ্চ হয়ে গেল Asus Vivobook 13 Slate OLED, এক নজরে দেখেনিন বিস্তারিতভাবে সমস্ত কিছু

সদ্য ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Asus Vivobook 13 Slate OLED। ডিভাইসটির মধ্যে রয়েছে অবাক করা ফিচারস। চলুন দেরী না করে এখনই স্পেসিফিকেশন্স, দাম, কালার ভেরিয়েন্ট এবং সেল ডেট বিস্তারিত ভাবে নজরে জেনে নেওয়া যাক। 

Asus Vivobook 13 Slate OLED স্পেসিফিকেশন্স কেমন?

এর মধ্যে থাকছে 1920×1080 Pixels রেজুলিউশন যুক্ত 13.3-Inch Full-HD OLED Touchscreen Display। একই সাথে রয়েছে 1,000,000:1 Contrast Ratio, 500 Nits Peak Brightness এবং 1.07 বিলিয়ন কালার। এছাড়াও ল্যাপটপটি Dolby Atmos, HDR এবং Dolby Vision সমর্থনযোগ্য। এটি Intel Pentium Silver N6000 Processor উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এরই পাশাপাশি স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 8GB LPDDR4X RAM। একই সঙ্গে রয়েছে 128GB eMMC এবং M.2 NVMe 256GB SSD দুটি ভিন্ন স্টোরেজ মডেল। আরও থাকছে 13-Megapixel Primary এবং 5-Megapixel Secondary Camera।

Asus Vivobook 13 Slate OLED মধ্যে ইনক্লুড থাকছে 50Whr ব্যাটারি। যা সিঙ্গেল চার্জে 9 ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ প্রদান করে। তাছাড়াও পাওয়া যাবে 65W চার্জার। একইসঙ্গে এর মধ্যে Asus Pen 2.0 Stylus এবং একটি Stylus Holder দেখতে পাওয়া যাবে। এখানেই শেষ নয় পাবেন Bluetooth 5.2 এবং Wi-Fi 6 কানেক্টিভিটি সুবিধা। তাছাড়াও যুক্ত রয়েছে 3.5mm Headphone Jack, 2 টি USB 3.2 Gen 2 Type-C পোর্ট এবং একটি MicroSD স্লট। একইসঙ্গে সিকিউরিটি সিস্টেমের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির পরিমাপ এবং ওজন 309.9 x 190 x 7.9mm এবং 0.78 কিলোগ্রাম।

জেনেনিন : শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme TechLife Watch S100 এবং TechLife Buds N100, এখনই দেখেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

দাম কত রাখা হয়েছে?

প্রোডাক্টটির 4GB RAM + 128GB eMMC স্টোরেজ ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 45,590 টাকা থেকে। এছাড়াও সংস্থা একটি Asus Vivobook 13 Slate OLED মডেল বিক্রি করবে বলে জানা গেছে। যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ল্যাপটপ স্লিভ, স্ট্যান্ড এবং হোল্ডার সহ একটি Asus Pen 2.0 স্টাইলাস থাকবে। যার দাম নির্ধারণ করা হয়েছে 57,990 টাকা।

অন্যদিকে Asus Vivobook 13 Slate OLED মডেলের 8GB RAM এবং 256GB SSD ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় 62,990 টাকা। চলুন এবার কালার ভেরিয়েন্টের দিকে নজর রাখা যাক।

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

ইতিমধ্যেই কোম্পানির তরফ থেকে ল্যাপটপের কালার ভেরিয়েন্ট প্রকাশ করা হয়েছে। এটি শুধুমাত্র Black কালার অকশনে উপলব্ধ রয়েছে।

সেল Date কবে?

ডিভাইসটির সেল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটি Flipkart, Amazon, Reliance Digital, Asus Exclusive Stores, Vijay Sales এবং Croma প্ল্যাটফর্ম থেকে কিনতে পারা যাবে।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করু