লঞ্চ হতে চলেছে iQOO 8 স্মার্টফোন, জানা গেল স্পেসিফিকেশনস, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু

iQOO 8 ShresthoTech
iQOO 8 (@WhyLab)

জানা গেল আরো এক অসাধারণ স্মার্টফোনের কথা। নিজেদের ফ্ল্যাগশিপ সিরিজের আরও এক অসাধারণ স্মার্টফোন আনতে চলেছে IQOO সংস্থা। সংস্থার প্রেসিডেন্ট Feng Yufei বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্যটি সকলকে জানান। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে কি জানা যাচ্ছে। 

iQOO 8 লঞ্চ Date কবে?

চিনে স্মার্টফোনটি আগামী আগস্ট মাসের 4 তারিখ মুক্তি পাবে বলে জানা গেছে। ইতিমধ্যেই স্মার্টফোনের বেশকিছু স্পেসিফিকেশন আমরা জানতে পেরেছি। চলুন দেখে নেওয়া যাক স্মার্টফোনটির স্পেসিফিকেশন।

iQOO 8 স্পেসিফিকেশন কেমন রয়েছে?

সর্বপ্রথম আমরা স্মার্টফোনের ডিসপ্লের ব্যাপারে জানবো। এই স্মার্টফোনটিতে থাকতে পারে 3200 x 1440 Resolution যুক্ত 2K Display। একই সাথে পাবেন 120Hz Refresh Rate। এটিই সংস্থার প্রথম স্মার্টফোন হতে চলেছে যার মধ্যে Octa- Core Qualcomm Snapdragon 888 Plus SoC উপস্থিত রয়েছে। 

এছাড়াও পাবেন Hole-Punch Camera। এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে রয়েছে 120W Fast Charging এর সুবিধা যুক্ত 4000 mAh-এর অসাধারণ Battery। স্মার্টফোনটি Android 11 ভিত্তি করে Vivo’s OriginOS দ্বারা পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

এখানেই শেষ নয় আরও রয়েছে Wi-Fi 802.11 ac, GPS, USB Type-C পোর্ট। একই সাথে স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে Accelerometer, Ambient light Sensor, Gyroscope, Proximity Sensor। 

জেনেনিন : কিভাবে ফ্রিতে পাবেন Amazon Prime সাবস্ক্রিপশন? এখুনি জেনেনিয়ে মজা নিন

সিকিউরিটি সিস্টেম হিসেবে আপনি পেয়ে যাবেন Display Fingerprint Sensor সুবিধা। স্মার্টফোনটিতে উপলব্ধ রয়েছে 12GB RAM এবং 256GB Storage। এছাড়াও আপনার প্রয়োজনে 4GB ভার্চুয়াল RAM পাবেন। 

স্মার্টফোনটির দাম কত হতে চলেছে তা এখনও জানা সম্ভব হয়নি। ভারতের বাজারে স্মার্টফোনটি কবে উপলব্ধ হবে সে তথ্যও এখনই বলা সম্ভব নয়। তবে একথা নিঃসন্দেহে পরিষ্কার যে স্মার্টফোনটি গ্রাহকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করবে।